বাংলা নিউজ > ময়দান > PSL 7: চুক্তি অনুযায়ী টাকা দেয়নি PCB, অভিমানে টুর্নামেন্ট ছাড়লেন জেমস ফকনার

PSL 7: চুক্তি অনুযায়ী টাকা দেয়নি PCB, অভিমানে টুর্নামেন্ট ছাড়লেন জেমস ফকনার

পিএসএলে কোয়াট্টার জার্সিতে জেমস ফকনার। ছবি- পিসিবি।

ফকনার এতটাই ক্ষেপে যান যে তাঁর ব্যাট ও হেলমেটও হোটেলের বারান্দা থেকে ঝাড়বাতির ওপর ছুড়ে ফেলেন।

চলতি পাকিস্তান সুপার লিগের মাঝপথেই চুক্তিজনিত বিবাদের জেরে টুর্নামেন্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। এ মরশুমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলা ফকনারের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর চুক্তিকে সম্মান জানায়নি।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করে ফকনার লেখেন, ‘আমি পাকিস্তানের সকল সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে পিসিবির আমার চুক্তিকে সম্মান না জানানোয় আমি পিএসএলের শেষ দুই ম্যাচ থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছি এবং টুর্নামেন্টে আর খেলব না। এমন মাঝপথে ছেড়ে যেতে খারাপ লাগছে, কারণ আমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনায় মদত করতে চেয়েছিলাম, কারণ এখানে প্রতিভার অভাব নেই এবং সমর্থকরাও দারুণ। তবে পিসিবি এবং পিএসএল আমার সঙ্গে নক্কারজনক ব্যবহার করেছে। আশা করছি সকলে আমার অবস্থানটা বুঝবেন।’

ফকনার এই মরশুমে কোয়েট্টার হয়ে ছয় ম্যাচ খেলে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ৪৯ রানও করেছেন। তবে শেষ তিন ম্যাচে তিনি খেলেননি। সাধারণত পিসিবি টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী অর্থ মিটিয়ে দেয় এবং তারপর ফ্রাঞ্চাইজির থেকে তা উসুল করে। সেই কারণেই মূলত কোয়েট্টা নয়, বরং পাকিস্তান বোর্ডের ওপর ক্ষেপে রয়েছেন ফকনার। তাঁর চুক্তির অর্থের বিষয়ে পিসিবির সঙ্গে শেষ কয়েকদিন আলোচনায়ও চালাচ্ছিলেন ফকনার। তবে সময় অতিবাহিত হলেও, কোনো সমাধান না মেলায়, আরও ক্ষুব্ধ হন ফকনার। 

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক পিসিবি আধিকারিকের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনার সময়ই বচসায় জড়িয়ে পড়েন ফকনার। তিনি এতটাই ক্ষেপে যান যে তাঁর ব্যাট ও হেলমেটও হোটেলের বারান্দা থেকে ঝাড়বাতির ওপর ছুড়ে ফেলেন। তারপরেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ফকনার। পিসিবির তরফে এই বিষয়ে ছোট্ট একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জেমস ফকনারের মিথ্যা অভিযোগ নোট করা হয়েছে।’ শীঘ্রই পিসিবির তরফে এই বিষয়ে তথ্য দিয়ে বিবৃতিতে দেওয়া হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন