রবিবাসরীয় রাতটা ২১ বছরের তরুণ শাহিন আফ্রিদির জীবনের এক অন্যতম প্রাপ্তির রাত ছিল। প্রথম বার তাঁর নেতৃত্বেই পিএসএল চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স। আর লাহোরকে চ্যাম্পিয়ন করে নিজেও বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন শাহিন আফ্রিদি। ভেঙে দিলেন স্টিভ স্মিথ, রোহিত শর্মাদের রেকর্ড।
সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিশ্বের প্রথম সারির টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন করলেন তাঁর দলকে। ২১ বছরের তারকার নেতৃত্বেই পিএসএল চ্যাম্পিয়ন হল লাহোর কালান্দার্স। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন স্টিভ স্মিথ। তিনি ২২ বছর বছর বয়সে ২০১২ বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সারকে চ্যাম্পিয়ন করেছিলেন। আর রোহিত ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে যখন আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। সকলকে ছাপিয়ে রবিবার নতুন নজির গড়লেন পাকিস্তানের তারকা বোলার।
গত ছয় বছরের তৃষ্ণা যেন রবিবার রাতে মনপ্রাণ ভরে মিটিয়ে ফেলল লাহোর কালান্দার্স। প্রথম বার পিএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল তারা। তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতানসকে হারিয়ে। এর আগে ২০২০ সালে ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি। সে বার করাচি কিংসের কাছে হেরে গিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু দ্বিতীয় বার ফাইনালে ওঠার পর আর সুযোগ হাতছাড়া করেনি কালান্দার্স। মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে ট্রফি জিতে নেয় কালান্দার্স। আর পিএসএল পেল নতুন চ্যাম্পিয়নকে।
রবিবার টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে ব্যাট করতে নেমে শুরুতেই তারা ধাক্কা খেয়েছিল। প্রথম উইকেট তারা হারায় ১২ রানে। ২৫ রানের মাথায় তারা ৩ উইকেট হারিয়ে বসে থাকে। তবে মহম্মদ হাফিজের ৪৬ বলে লড়াকু ৬৯ এবং হ্যারি ব্রুকের ২২ বলে অপরাজিত ৪১ রানের পাশাপাশি ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ২৮ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন ডেভিড ওয়াইজ। যার নিট ফল ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে কালান্দার্স।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় মুলতান সুলতানস। মুলতান সুলতানসের হয়ে সর্বোচ্চ রান করেছেন খুশদিল শাহ। তাঁর সংগ্রহ ২৩ বলে ৩২ রান। ২৭ রান করেছেন টিম ডেভিড। এর বাইরে ২০ রানের গণ্ডি কেউই টপকাতে পারেননি। কালান্দার্সের শাহিন আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ হাফিজ এবং জামান খান।
এত দিন একমাত্র কালান্দার্স ছাড়া পিএসএলের সব টিমই এক বার করে অন্তত চ্যাম্পিয়ন হয়েছে। অবশেষে ট্রফি না পাওয়ার আক্ষেপটা মিটল লাহোর কালান্দার্সেরও। তাও সর্বকনিষ্ঠ অধিনায়কের হাত ধরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।