শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটে বয়স বিতর্ক নতুন নয়। তাঁদের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির বয়স নিয়ে বিতর্ক কম ছিল না। বারবার অভিযোগ উঠেছে আফ্রিদির বয়স ভাড়ানো নিয়ে। আর এবার সেই ছায়া যেন দেখা গেল চলতি পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে। গালে ভাঁজ পড়ে যাওয়া ক্রিকেটারের নাকি খাতায় কলমে বয়স ১৬! হ্যাঁ, বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠেছে পাকিস্তান সুপার লিগ। বয়স ভাঁড়ানোর বিতর্কে জেরবার পিএসএল। পিএসএলে এক ক্রিকেটারের অভিষেক ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক। বাস্তবের আইমাল খান এবং খাতায় কলমের আইমল খানের বয়সের বিস্তর ফারাক। যা সাদা চোখেই ধরা পড়ছে। ১৬ বছর বয়সি আইমাল খানকে দেখে অনেকেই হতবাক হয়েছেন।
পাক ক্রিকেটারের শরীরে বয়সের ছাপ স্পষ্ট। এমন একজন ক্রিকেটারকে শারীরিকভাবে পরীক্ষা না করে কিভাবে কার্যত ভুল তথ্যে শিলমোহর দেওয়া হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনাটি পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে ঘটে। যেখানে ক্রিকেটকে পিছনে ফেলে দিয়েছে আইমালের এই বয়স বিতর্ক। কোয়েটার হয়ে ম্যাচে এদিন খেলেন আইমাল। যদিও ম্যাচটি জিতেছে ইসলামাবাদ।
কোয়েটার হয়ে এদিন পিএসএলে অভিষেক হয় আইমাল খানের। যার নাকি অফিশিয়াল বয়স ১৬! ১৬ বছর বয়সি 'নবীন' এই ক্রিকেটারটির ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক। তিনি সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন পিসিবির বিরুদ্ধেই। পিসিবি বয়স ভাঁড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না বলেই তাঁর মত। আইমাল খান 'টিন এজার' নন বলেই ধারণা বিশেষজ্ঞদের। যাকে কিশোর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বরং ক্রিকেটারটির বয়স কুড়ির কোটায়। এদিকে অভিষেক ম্যাচটিতে একেবারেই ভালো খেলতে পারেননি আইমাল। ৪ ওভারে ৫৫ রান দিয়েছেন আইমাল খান। বেধড়ক মার খেয়েছেন ইসলামাবাদের কাছে।