বাংলা নিউজ > ময়দান > PSL: টুর্নামেন্টের শুরুতেই শাহনওয়াজ দাহানির অভিনব নমস্কার করে সেলিব্রেশন! দেখুন ভিডিয়ো

PSL: টুর্নামেন্টের শুরুতেই শাহনওয়াজ দাহানির অভিনব নমস্কার করে সেলিব্রেশন! দেখুন ভিডিয়ো

শাহনওয়াজ দাহানির অভিনব সেলিব্রেশন (ছবি:টুইটার পিএসএল)

ক্লার্ককে আউট করার পরে সকলের দিকে তাকিয়ে নমস্কার করতে থাকেন দাহানি। যে ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ইমরান তাহিরের স্পিনে করাচির কিংসকে হারিয়ে পাকিস্তান সুপার লিগে জয়ের খাতা খুললো মুলতান সুলতানস। পাকিস্তান সুপার লিগ (পিএসএল 2022) শুরু হয়েগেছে এবং প্রথম ম্যাচে করাচি কিংসকে ৭ উইকেটে হারিয়ে মুলতান সুলতানসরা একটি বড় জয় পায়। এই ম্যাচে মুলতানের জয়ের নায়ক ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি স্পিনার ইমরান তাহির, যিনি নির্ধারিত চার ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন।

তবে এদিন ইমরান তাহিরের বলের জাদুর সঙ্গে মুলতান সুলতানসের শাহনওয়াজ দাহানির অভিনব সেলিব্রেশন দেখল গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচের ১৭.৫ ওভারে জো ক্লার্কে আউট করেন দাহানি। সেই সময় ব্যাট হাতে দুরন্ত খেলছিলেন করাচি কিংসের ক্লার্ক। ২৪ বলে ২৬ রান করেছিলেন তিনি। ক্লার্ককে আউট করার পরে সকলের দিকে তাকিয়ে নমস্কার করতে থাকেন দাহানি। যে ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রানের মধ্যেই গুটিয়া যায় করাচি কিংসদের ইনিংস। জবাবে ১৮.২ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতানসরা। এদিন ব্যাটে বাবর আজম ফ্লপ হলেও, দারুণ ইনিংস খেলেছেন রিজওয়ান। ৪৭ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

বন্ধ করুন