চেতেশ্বর পূজারা একটা সময়ে ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন। তবে সম্প্রতি তাঁর পারফরম্যান্স অত্যন্ত খারাপ। বহু দিন ধরেই ফর্মে ফেরার লড়াই করে চলেছেন তিনি। শেষ ৪০টিরও বেশি টেস্ট ইনিংস খেলে কোনও সেঞ্চুরি পাননি। অর্ধশতরান আর আগের মতো ঘন ঘন করতে পারেন না। দিনে দিনে তাঁর ডাক করার পরিসংখ্যান বাড়ছে।
রোহিত শর্মার অনুপস্থিতিতে, পূজারার দায়িত্ব আরও বাড়বে। রবিবার থেকে শুরু হতে চলা ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের আগে ৩৩ বছর বয়সী ব্যাটার নিজের ফর্মে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ প্রবীণ আমরে দাবি করেছেন, পূজারাকে ভারতীয় ম্যানেজমেন্ট থেকে ইতিমধ্যে কিছু মেসেজ দেওয়া হয়েছে। তাঁর লড়াইটা কিন্তু খুব সহজ হবে না। তবে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, সেটা মাথায় রেখেই তাঁকে সমর্থন জানানো হচ্ছে। প্রথম একাদশে সুযোগ পেলে কিন্তু নিজেকে প্রমাণ করতেই হবে পূজারাকে।
ক্রিকেট নেক্সটকে এক সাক্ষাৎকারে আমরে বলেছেন, ‘আমি নিশ্চিত চেতেশ্বর (পূজারা) টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কিছু বার্তা পেয়েছেন। আমি এটি মিডিয়া রিপোর্টে পড়েছি। টেস্ট ক্রিকেটে তিনি ৬,৫৮৯ রান করেছেন। এই রানটা করতে ওঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভারতের হয়ে টেস্ট ম্যাচ জিতেছেন। তিনি অভিজ্ঞ এবং টিম ইন্ডিয়ার প্রয়োজনে রান করেছেন, এটা ওঁর জন্য সহজ ছিল না। টেস্ট ম্যাচ জিততে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। তবে এখন ওঁকে নিজেকে প্রমাণ করতে হবে।’
আমরে আরও বলেছিলেন যে পূজারা এবং অজিঙ্কা রাহানে উভয়ই খারাপ ফর্মে রয়েছেন ঠিকই, তবে মিডল অর্ডারে দুই ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হয়তো খুব শীঘ্রই তাঁরা ফর্মে ফিরবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।