বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। কিন্তু দ্বিতীয় অর্থাৎ শেষ টেস্ট জিততে বেশ কিছুটা হলেও বেগ পেতে হয় রাহুল দ্রাবিড়ের ছেলেদের। বাংলাদেশের দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপ পড়ে যায় ভারত। একটা সময় এই ম্যাচের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল সিরিজ ড্রয়ের দিকে গড়াচ্ছে। কিন্তু শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিং দক্ষতায় সিরিজ পকেটে পুরে নেয় ভারত।
কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে দেখা গেল অন্য ছবি। টেস্টে সব সময় চার নম্বরে ব্যাটিং করতে নামেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এদিন তিনি চার নম্বরে ব্যাট করতে নামলেন না। সেখানে ব্যাট করলেন অক্ষর প্যাটেল। আর বিরাট নামলেন পাঁচে। ভারতীয় ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তন দেখে অনেকেই অবাক।
ধারাভাষ্যে থাকা সুনীল গাভাসকর এবং অজয় জাদেজা তুলোধনা করলেন রাহুল দ্রাবিড় এবং লোকেশ রাহুলের এমন সিদ্ধান্তে। সানি বলেন, 'এই সিদ্ধান্ত কোহলির কাছে একটি খারাপ বার্তা পাঠিয়েছে। কারণ বিশ্বের সেরা ব্যাটারদের একজন বিরাট। কিন্তু তাঁর ব্যাটিং অর্ডার আচমকাই পরিবর্তন করা হচ্ছে। কোহলি নিজে না চাইলে সেটা আলাদা কথা। ড্রেসিংরুমে কী হয়েছে আমরা জানি না। ওখানে কী হচ্ছে এটা বোঝাও কঠিন। অক্ষর অবশ্যই ভালো খেলেছে। তবে এই ভাবে ব্যাটিং অর্ডারে বিরাটকে পরে নামানোটা উচিত হয়নি।'
শুধু গাভাসকর একা নন, টিম ইন্ডিয়ার এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন অজয় জাদেজাও। তিনি বলেছেন, 'বিরাট বিশ্বের সেরা ব্যাটার। কিন্তু তাঁর পরিবর্তে যখন অক্ষর ব্যাট করতে নামছে তখন আমি অবাক হয়েছিলাম। এমন পরিস্থিতিতে বিরাট কেন নামল না। অক্ষরকে কেন নামানো হল। অবশ্য় সাবা করিম বলছিল, লেফ্ট-রাইট কম্বিনেশনের কথা মাথায় রেখেই সম্ভবত অক্ষরকে নামানো হয়েছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে কি ঋষভ পন্ত ঘুমোচ্ছিল? অবশ্য় এখান থেকে বলাটা ঠিক না। ওখানে কী হচ্ছে সেটা আমরা কেউ জানি না।'
ম্যাচ শেষে পাল্টা দিতে ভোলেননি চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের সিনিয়র ব্যাটার বলেছেন, 'এটা খুবই ভালো পদক্ষেপ ছিল। কারণ তাদের তিনজন স্ট্রাইক বোলারের মধ্যে দুইজন বাঁহাতি স্পিনার ছিল। অক্ষর একজন বাম-হাতি, তাই তাকে তাদের মোকাবিলা করার জন্য এবং কোকাবুরা বলের বিরুদ্ধে সংবেদনশীলভাবে ব্যাট করতে পারে এমন একজন ব্যাটারকে পাঠানো হয়েছিল। ড্রেসিংরুমে আলোচনা করেই আমরা ওকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।'
আরও পড়ুন:- 'অস্ট্রেলিয়ার বোর্ড একটুও সাহায্য করেনি', শততম টেস্টের আগে 'হতাশ' ওয়ার্নার
পূজারা আরও বলেছেন, 'দ্বিতীয় ইনিংসের শুরুটা আমাদের মোটেই ভালো হয়নি। পিচ খারাপ হচ্ছিল। স্পিনাররা সাহায্য় পাচ্ছিল। সেই সময় ১৪৫ রান তাড়া করা কঠিন ছিল যে কোনও দলের কাছেই। কিন্তু সেই পরিস্থিতে আমরা চেয়েছিলাম যাতে কেউ একজন গিয়ে অন্তত এই পিচে সেট হয়। তেমন কিছু অঘটন ঘটলে সিনিয়ররা সামাল দেবে। ঠিক সেই কারণেই অক্ষরকে বিরাটের আগে নামানো হয়েছিল। আর ও ভালো ইনিংস উপহার দিয়েছে। শুধু অক্ষর নয়, পন্তের আগে জয়দেব উনাদকাটকেও ব্যাট করতে পাঠানো হয়েছিল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ এই সিরিজ জয়টা দরকার ছিল আমাদের। আমরা ঠিক সেই জন্যই পরিবর্তন করেছি।'