শুভব্রত মুখার্জি
উইকেট নিয়ে হোক কিংবা বড় শট মেরে হোক, অভিনব কায়দায় সেলিব্রেশনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেটারদের জুড়ি মেলা ভার। মুশফিকুর রহিম থেকে নাজমুল ইসলাম, সেই ট্র্যাডিশন চলছে সমানে। চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে দক্ষিণের জনপ্রিয় ছবি 'পুষ্পা' থেকে অনুপ্রাণিত হয়ে মাঠে উইকেট নেওয়ার পরেই সেই ঢঙে সেলিব্রেশন করে সমর্থকদের মাতিয়ে দিলেন নাজমুল।
প্রসঙ্গত, আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের নাগিন নাচ করে সেলিব্রেশানের ধরণ ভীষণ জনপ্রিয় হয়েছিল। একাধিকবার মাঠে তাকে এই ঢঙে সেলিব্রেশানে মাততে দেখেছে দর্শকরা। এবার ভাইরাল হল নাজমুলের 'পুষ্পা' নাচ। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা'র জাদুতে আচ্ছন্ন কার্যত গোটা ভারত। যার প্রভাব পড়েছে পড়শি দেশ বাংলাদেশেও। নাজমুল ইসলাম অপুর 'পুষ্পা' নাচ মনে ধরেছে সমর্থকদের।
উল্লেখ্য, ২২ গজে এটাই অপুর এমন কীর্তি প্রথমবার নয়। এর আগেও যে নাগিন ডান্সকে জনপ্রিয় করেছিলেন মুশফিকুর, তাঁর স্রষ্টা ছিলেন তিনি। আল্লু অর্জুনের ছবি পুষ্পার সিগনেচার মুখ্য চরিত্র পুষ্পা নিজের দাঁড়ির নিচে বাঁ-হাত বোলাতে বোলাতে এক বিশেষ চাহনি দেন। সেই ভঙ্গিমায় এদিন ক্যামেরার সামনে ধরা দিলেন নাজিমুল। বাংলাদেশ প্রিমিয়র লিগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের জার্সিতে খেলার সময়তে তিনি এই ঘটনা ঘটান। এদিন ম্যাচে তিনি ৪ ওভার বল করে ১৭ রানে তিনটি উইকেট নিয়েছেন। প্রতিবার উইকেট নেওয়ার পরে পুষ্পার অভিনব স্টাইলে সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছে তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।