বাংলা নিউজ > ময়দান > বিচ্ছেদ কোচের সঙ্গে, প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নের ‘সাহায্য’ নেবেন সিন্ধু

বিচ্ছেদ কোচের সঙ্গে, প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নের ‘সাহায্য’ নেবেন সিন্ধু

পিভি সিন্ধু। ছবি- পিটিআই 

ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন মহম্মদ হাফিজ হাশিমের সাহায্য নিতে চলেছেন। ইতিমধ্যে হাশিম হায়দরাবাদের সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন।

প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন মহম্মদ হাফিজ হাশিমের সাহায্য নিতে চলেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। ইতিমধ্যে হাশিম হায়দরাবাদের সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন। যে সিন্ধু কোচের সঙ্গে বিচ্ছেন করেছেন। 

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু নিজের উন্নতির জন্য সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রশিক্ষক শ্রীকান্ত বর্মার কাছে অনুশীলনের জন্য যান। এবার থেকে মহম্মদ হাফিজ হাশিমের সহযোগিতা পাবেন এই ভারতীয় শাটলার।

পিভি সিন্ধুর বাবা পিভি রমনা বলেন, ‘হাশিম অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন। সিন্ধু যেহেতু সপ্তাহে অন্তত দু'বার সুচিত্রা অ্যাকাডেমিতে যায়, তাই সিন্ধু তাঁর কাছে সাহায্য চাইবে। সিন্ধু কোনও ভুল বা সেরকম কিছু করছে কিনা তা হাশিম দেখবেন। আর এতে কোনও ভুল আছে বলে আমি মনে করি না। কারণ হাশিম প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন।‌’

হাশিম ২০০৩ সালে অল ইংল্যান্ড ওপেন শিরোপা জিতেছিলেন। ২০০২ সালে কমনওয়েলথ গেমসে ম্যাঞ্চেস্টারে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন। ভারতে আসার আগে ৪০ বছরের হাফিজ হাশিম মালয়েশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের (বিএএম) জুনিয়র কোচের দায়িত্ব পালন করেছিলেন।

সাংবাদিক সম্মেলনে হাসিম বলেন, ‘আমি গত বছর অ্যাকাডেমির পরিচালক প্রদীপ রাজুর কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। কারণ মালয়েশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে তখনও আমার চুক্তি ছিল। গত বছরের শেষের দিকে আমার সেই চুক্তি শেষ হয়। তারপরে প্রদীপ আমার সঙ্গে ফের যোগাযোগ করে। তখন আমি রাজি হই। বিএএমএস সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আমার প্রাথমিক পরিকল্পনা ছিল আমার ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্রের মান আরও বাড়ানো। কিন্তু এই প্রস্তাবটা এতই ভালো ছিল যে আমি ওকে ফেরাতে পারিনি।’

সিন্ধুকে প্রশিক্ষণ দেওয়ার বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সিন্ধুকে অল ইংল্যান্ডের প্রস্তুতির জন্য সাহায্য করার কথা বলেছেন। আমি সিন্ধুর কোচ হব না। তবে সব রকমের সাহায্য আমি করব।’

তিনি আরও বলেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বিদেশের মাটিতে এটাই আমার প্রথম কাজ। এখানে আমি অনেক কিছু শিখতে পারব। কিভাবে অন্য দেশের খেলোয়াড়দের পরিচালনা করতে হয়।এই অভিজ্ঞতা আমাকে আরও ভালো কোচ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।‌’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.