বাংলা নিউজ > ময়দান > ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হার, শেষ হল সিন্ধুর অভিযান

ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হার, শেষ হল সিন্ধুর অভিযান

পিভি সিন্ধু।

শনিবাসরীয় ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ সুপানিডা কাথেথঙ্গের বিরুদ্ধে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ম্যাচ জিততে পারলেন না সিন্ধু। ১৪-২১,২১-১৩,১০-২১-এ হেরে গেলেন তিনি।

শুভব্রত মুখার্জি: চলতি ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালেই অভিযান শেষ হয়ে গেল ভারতের হয়ে জোড়া অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধুর। গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো ফর্মে থাকা সিন্ধুর অভিযান শনিবার শেষ হল শেষ চারে। কেডি যাদব স্টেডিয়ামে ২৬ বছর বয়সীকে হারিয়ে দিলেন থাইল্যান্ডের প্রতিপক্ষ।

শনিবাসরীয় ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ সুপানিডা কাথেথঙ্গের বিরুদ্ধে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ম্যাচ জিততে পারলেন না সিন্ধু। ১৪-২১,২১-১৩,১০-২১-এ হেরে গেলেন তিনি। ৫৯ মিনিটের কঠিন লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। প্রথম গেম থেকেই সিন্ধুর উপর চাপ বাড়িয়েছিলেন থাইল্যান্ডের প্রতিপক্ষ।

এ দিন ম্যাচের প্রথম থেকেই সিন্ধুর ফোরহ্যান্ডের উপর চাপ বাড়াতে থাকেন সুপানিডা কাথেথঙ্গে। প্রথম গেম হেরে যাওয়ার পরে অবশ্য ভারতীয় তারকা নিজের গেমকে অন্য পর্যায়ে নিয়ে যান। দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু। তবে তৃতীয় গেমে সিন্ধুকে বেশ কিছুটা ক্লান্ত দেখায়। ফলে কার্যত কোনও প্রতিরোধ ছাড়াই তিন নম্বর গেম জিতে ম্যাচ নিজের পকেটে পুড়ে ফেলেন সুপানিডা কাথেথঙ্গে। 

অপর দিকে আজ অন্য সেমিফাইনালে লক্ষ্য সেন একটি গেমে পিছিয়ে থেকেও অনবদ্য জয় ছিনিয়ে নিয়ে পৌঁছে গিয়েছেন ফাইনালে। ১৯-২১, ২১-১৬, ২১-১২ ফলে তিনি হারিয়ে দেন মালয়েশিয়ার এনজি-জে-ওঙ্গকে।

বন্ধ করুন