শুভব্রত মুখার্জি: দীর্ঘদিনের খরা অবশেষে কাটালেন তারকা ভারতীয় শাটলার পিভি সিন্ধু। চলতি বছরে একেবারেই ফর্মে ছিলেন না ভারতীয় শাটলার। তবে সেইসব এখন অতীত। শনিবারেই স্পেনের রাজধানী মাদ্রিদে অনবদ্য ফর্মে খেলতে দেখা গেল তাঁকে। আর তার ফলেই চলতি মরশুমের প্রথম মাস্টার্সের ফাইনালে চলে গেলেন তিনি। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে পৌঁছলেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদকজয়ী সিন্ধু।
এদিন সেমিফাইনালে অবশ্য যথেষ্ট লড়াই করতে হয়েছে সিন্ধুকে। লড়াই করেই জয় ছিনিয়ে নিয়েছেন ভারতীয় তারকা। মাদ্রিদ স্পেন মাস্টার্স সুপার ৩০০ প্রতিযোগিতায় সেমিফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন সিঙ্গাপুরের ইয়াও জিয়া মিনের। তাঁকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সিন্ধু। এই টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিন্ধু। সম্প্রতি তিনি ২০১৬-র পর প্রথমবার বিডব্লুএফ প্রকাশিত বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকায় প্রথম দশের বাইরে বেরিয়ে গিয়েছেন। তারপরেই তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তি দেবে তাঁর ভক্তদের।
এদিন ম্যাচে ২৪-২২, ২২-২০ ফলে জিতেছেন সিন্ধু। ক্রমতালিকায় তাঁর থেকে পিছিয়ে থাকা প্রতিযোগির বিরুদ্ধে রীতিমতো লড়াই করে তাঁকে ছিনিয়ে আনতে হয়েছে এই জয়। এই ম্যাচের আগে মুখোমুখি সাক্ষাতে সিন্ধু ৪-০ তে এগিয়ে ছিলেন। এদিন জয়ের ফলে সেই ব্যবধান বেড়ে হল ৫-০। প্রথম গেমে ১৫-২০ তে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করেন সিন্ধু। সাতটি গেম পয়েন্ট বাঁচিয়ে ২৪-২২ পয়েন্টে গেম জিতে নেন তিনি। এদিনের ম্যাচে তিনি বডি স্ম্যাশকে দারুণভাবে ব্যবহার করে একাধিক পয়েন্ট জেতেন। দ্বিতীয় গেমেও সিন্ধু ১-৪ পয়েন্টে পিছিয়ে ছিলেন। সেখান থেকে ১১-৬ পয়েন্টের লিড নেন। এরপর বিশ্ব ক্রমতালিকায় ৩৩ নম্বরে থাকা মিন ১৭-১৭ পয়েন্টে ম্যাচে সমতা ফেরান। সিন্ধুর দুটো ম্যাচ পয়েন্টও বাঁচিয়ে দেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরে এটি সিন্ধুর প্রথম ফাইনাল হতে চলেছে।