সামনেই অল ইংল্যান্ড টুর্নামেন্ট। তার আগেই কোচ বদল করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। এই টুর্নামেন্টে সিন্ধুকে প্রশিক্ষণ দেবেন মালয়েশিয়ার হয়ে অল ইংল্যান্ড টুর্নামেন্ট বিজয়ী শাটলার হাফিজ হাশিম।
প্রায় তিন বছর ধরে পার্ক তাই-সাং-এর প্রশিক্ষণে খেলছেন পিভি সিন্ধু। তাঁর কোচিংয়ে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ, কমনওয়েলথ গেমসে সোনা জেতেন ভারতের এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। পার্ক তাই-সাং-এর তত্ত্বাবধানেই ২০২২ সালে সিন্ধু তিনটি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতেছেন। একই সঙ্গে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকও জিতেছেন তিনি।
বিগত বছরগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সম্প্রতি অনেকগুলি ভুল করেন সিন্ধু। যা তাঁর থেকে আশা করেনি গোটা দেশ। সেই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছিলেন পিভি সিন্ধুর সদ্য প্রাক্তন কোচ পার্ক তাই-সাং। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘সিন্ধুর এই সব ব্যর্থতায় কোচ হিসেবে আমিও অনেকটা দায়ী। তাই সিন্ধু কোচ পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেছে। আমিও ভেবেছি ওর এই ইচ্ছাকে প্রাধান্য দেব। পরের অলিম্পিক্সে আমি ওর সঙ্গে থাকতে পারব না। তার জন্য আমি দুঃখিত। তবে আমি দূর থেকেই ওকে সমর্থন করে যাব।’
প্লেয়ার হিসেবে পার্ক তাই-সাং এর কেরিয়ারও বেশ ভালো। ১৯৯৯ সালে সুদিরমন কাপে ও ২০০৭ সালে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন। এছাড়াও ২০০২ সালে এশিয়ান গেমসে সোনা যেতেন এই সাউথ কোরিয়ান কোচ। এরপর খেলোয়াড় জীবনকে বিদায় জানিয়ে ২০১৩ সাল থেকে ব্যক্তিগত কোচ হিসাবে নতুন যাত্রাপথ শুরু করেন তিনি। সিন্ধুর কোচিং না করলেও ভারতীয় দলের বিভিন্ন জুনিয়রদের দায়িত্ব সামলাবেন পার্ক। সেই জন্যই হায়দরাবাদে এসেছেন তিনি।
এদিকে সামনে রয়েছে অল ইংল্যান্ড প্রতিযোগিতা। পার্ক তাই-সাং এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর হায়দরাবাদের সুচিত্রা অ্যাকাডেমিতে হাফিজের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে দেখা যাবে সিন্ধুকে। সুচিত্রা অ্যাকাডেমির প্রধান প্রদীপ রাজু বলেন, ‘আমরা চাই আমাদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেকেই যেন ভালো কোচ পায়। হাসিম নিজেও একজন প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন। হাফিজ যোগ দেওয়ায় সিন্ধুর জন্য খুব ভালো হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।