চলতি জার্মান ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদকজয়ী কিদাম্বি শ্রীকান্ত জিতে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করলেন। তবে একইদিনে ছিটকে গেলেন দুই ভারতীয় মহিলা শাটলার পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল।
নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শ্রীকান্ত কড়া টক্করের পর ২১-১৬, ২১-২৩, ২১-১৮ ব্যবধানে চিনের লু গুয়াং জুর বিরুদ্ধে জয় পান। টুর্নামেন্টের অষ্টম বাছাই শ্রীকান্ত পরবর্তী রাউন্ডে একেবারে টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের চ্যালেঞ্জ হবেন। কোয়ার্টার তাঁর প্রতিপক্ষ অলিম্পিক্স গোল্ড মেডেল বিজেতা, ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। অপরদিকে, ২০১৯ সালে এই টুর্নামেন্ট বিজেতা ও দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু ১৪-২১, ২১-১৫, ১৪-২১ স্কোরলাইনে বেশি বিস্মিতভাবেই হেরে যান।
৫৫ মিনিটের ম্যাচে তাঁকে মাত দেন চিনেরই জাং ই মান। তবে এই টুর্নামেন্ট হারলেও, পরের সপ্তাহ থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট হিসাবেই কোর্টে নামবেন সিন্ধু। মহিলাদের দ্বিতীয় রাউন্ডের সিঙ্গেলসে সাইনাও ছিটকে গিয়েছেন। চোট সমস্যায় জর্জরিত সাইনাকে ১০-২১, ১৫-২১ ব্যবধানে স্ট্রেট গেমে হারান অষ্টম বাছাই থাই রাচানক।