আর মাত্র মেরে কেটে ১ সপ্তাহ। তারপরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন ভারতের দুবারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। এতদিন ধরে বহুবারই তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। অবশ্য হবে নাই বা কেন, তিনি ভারতের প্রথম মহিলা যিনি পরপর দুটি অলিম্পিক্সে পদক পেয়েছেন। পুরুষদের মধ্যে সুশীল কুমাররা পেলেও মহিলাদের মধ্যে তিনিই প্রথম।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
ট্রফি জয়ের পরই বিয়ের কথা ঘোষণা-
সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতায় কদিন আগেই চ্যাম্পিয়ন হন পিভি সিন্ধু। তাঁর দুবছরের ট্রফির খরা কেটে যায়। এরপরই জানা যায় তিনি সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরুর করতে চলেছেন। ডবলস পার্টনার হিসেবে বেছে নিয়েছেন বেঙ্কট দত্ত সাইকে, যিনি অতীতে আইপিএলের একটি দলের টিম ম্যানেজারও ছিলেন।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
শনিবারই দ্বিতীয় ইনিংসের প্রথম পর্ব সাড়লেন সিন্ধুৃ-
এরই মধ্যে শনিবার বিয়ের আগের এক গুরুত্বপূর্ণ পর্ব সেড়ে নিলেন ভারতের সোনার মেয়ে সিন্ধু। এনগেজমেন্ট হয়ে গেল সিন্ধু এবং বেঙ্কট সাইয়ের। হায়দরাবাদী সিন্ধু সেই ছবিও নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। হাসি খুশি মেজাজে নিজের ডবলস পার্টনারের সঙ্গে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে পিভি সিন্ধু এবং তাঁর হবু স্বামী বেঙ্কট দত্ত সাইয়ের হাতে রয়েছে আংটি। অর্থাৎ প্রি ওয়েডিংয়ের মতোই ছবি তুলে তা নিজের ভক্তদের জন্য দিয়েছেন তিনি।
আরও পড়ুন-গাব্বায় নামার আগে ফিল্ডিং প্রতিযোগিতায় ভারত… হারলেন রোহিত, বিরাটরা…টার্গেটে হিট রানা,জাদ্দুর
কাহিল গাবরানের লেখা দিলেন সিন্ধু-
সেই ছবি দিয়ে হায়দরাবাদের ২৯ বছর বয়সী শাটলার একটি লেখানও পোস্ট করেছেন। সেই লেখাটি লিখেছিলেন বিখ্যাত লেবানিজ-মার্কিন লেখন কাহিল গাবরান। সেই লেখাটি হল, ‘ওয়েন লাভ বেকনস ইউ, ফলো হিম। ফর লাভ গিভস নট বাট ইটসেলফ(যার বাংলার অর্থ অনেকটা এরকম- ভালোবাসা যখন তোমায় ডাকে বা ইশারা করবে, তখন তাঁর পিছনেই যাও। কারণ ভালোবাসা শুধুই তোমায় ভালোবাসা দেবে) ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
২০২৪-এ প্যারিসে হতাশা-
প্রশঙ্গত ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত অবশ্য খুব একটা ভালো যায়নি পিভি সিন্ধুর। কারণ প্যারিস অলিম্পিক্সে গিয়ে নিজের পদক জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করার সুযোগ থাকলেও তিনি তা করতে পারেননি। সেমিফাইনাল পর্যন্তও পৌঁছাতে পারেননি। খালি হাতেই ফেরেন, কিন্তু বছর শেষে সৈয়দ মোদী আন্তর্জাতিক শিরোপা জয়ের পর এবার বিয়েটাও সেড়ে ফেলতে চলেছেন সিন্ধু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।