শুভব্রত মুখার্জি: ২০২২ সালে মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সর্বাধিক রোজগেরে ক্রীড়াবিদদের তালিকা সম্প্রতি প্রকাশ পেয়েছে। জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম ২৫-এ জায়গা করে নিয়েছেন একমাত্র ভারতীয় মহিলা ক্রীড়াবিদ পিভি সিন্ধু। এই তালিকায় ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদকজয়ীর জায়গা হয়েছে ১২ তম স্থানে। প্রথম ২৫ জন ক্রীড়াবিদের মধ্যে তিনিই একমাত্র ভারতীয়। এই তালিকায় আগাগোড়াই আধিপত্য দেখিয়েছেন টেনিস তারকারা।
এই তালিকায় সিন্ধুর উপরেই জায়গা করে নিয়েছেন মহিলা এনবিএ তারকা খেলোয়াড় ক্যান্ডেস পার্কার। সিন্ধুর ঠিক পরেই রয়েছেন প্রতিভাবান টেনিস তারকা লেইলা ফার্নান্দেজ। ২৭ বছর বয়সি সিন্ধু এই বছরের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও ভারতের হয়ে সিঙ্গেলসে সোনা এবং ডাবলসে রুপো জিতেছেন। এই বছরে সিন্ধুর মোট উপার্জন ৭.১ মিলিয়ন ডলার। যার মধ্যে ৭ মিলিয়ন ডলার উপার্জন এসেছে কোর্টের বাইরে থেকে। যেখানে রয়েছে স্পন্সরশিপের টাকা, রয়েছে বিজ্ঞাপনের টাকা, ব্র্যান্ডকে প্রমোশনের টাকা।
তালিকা দেখলে একটা বিষয় স্পষ্ট মহিলা ক্রীড়াবিদদের ক্ষেত্রে পুরস্কারমূল্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কোর্টের বাইরের রোজগারগুলো। তালিকায় থাকা বেশিরভাগ ক্রীড়াবিদ তাঁদের আয়ের অধিকাংশটাই করেছেন কোটের বাইরের রোজগার থেকে। মহিলা টেনিসে এই মুহূর্তে ক্রমতালিকায় এক নম্বরে থাকা ইগা সুইয়াটেক ফোর্বসের এই তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। এই বছর টানা ৩৭টি ম্যাচ জয়ের নজির গড়েছেন ইগা। পাশাপাশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের খেতাবও। তালিকার শীর্ষে রয়েছেন নাওমি ওসাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন সেরেনা উইলিয়ামস। চারে রয়েছেন এম্মা রাডুকানু। এছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার গল্ফার মিনজি লি, নিউজিল্যান্ডের লিডিয়া কো। আট নম্বরে রয়েছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোনা বাইলস। একনজরে দেখা নেওয়া যাক সেই বিত্তশালী ক্রীড়াবিদদের তালিকা:
১) নাওমি ওসাকা (জাপান, টেনিস)
২) সেরেনা উইলিয়ামস (আমেরিকা, টেনিস)
৩) এইলিন গু (চিন, স্কিয়িং)
৪) এম্মা রাডুকানু (ইংল্যান্ড, টেনিস)
৫) ইগা সুইয়াটেক (পোল্যান্ড, টেনিস)
৬) ভেনাস উইলিয়ামস (আমেরিকা)
৭) কোকো গফ (আমেরিকা, লন টেনিস)
৮) সিমোনে বাইলস (আমেরিকা)
৯) জেসিকা পেগুইলা (আমেরিটা)
১০) মিনজি লি (অস্ট্রেলিয়া)
**১২) পিভি সিন্ধু (ভারত)