বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে এই সিরিজ জিততেই হত রাহুল দ্রাবিড়ের ছেলেদের। তবে এই ম্যাচে একটা সময় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লোকেশ রাহুলের দল।
বাধ্য হয়েই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেন দ্রাবিড়। চার নম্বরে বিরাট কোহলির পরিবর্তে অক্ষর প্যাটেলকে ব্যাট করতে নামান মিস্টার ডিপেন্ডেবল। তবে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়াই করেন তিনি। অশ্বিনের দুর্ধর্ষ লড়াইয়ে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে সিরিজ জেতে ভারত।
অশ্বিন যখন ব্যাট করতে নামেন ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট নিয়ে ধস নামিয়েছেন ভারতীয় ব্যাটিং অর্ডারে। জিততে গেলে তখনও দরকার ৭১ রান। শ্রেয়স-অশ্বিনের জুটির দাপটে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ভারত।
অশ্বিন ব্যাট করতে নামার পর ৩৪তম ওভারে আউট হওয়ার হাত থেকে বেঁচে যান। শর্ট লেগে বাংলাদেশের মোমিনুল হক সহজ ক্যাচ ফেলেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ৬২ বলে অপরাজিত ৪২ রান করেন অশ্বিন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দেওয়া শ্রেয়স করেন ২৯ রান। ৭১ রানের এই জুটি ভারতকে ২-০ সিরিজ জেতায়। এই ম্যাচে ৬ উইকেট ও ৫৪ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হন ৩৬ বছর বয়সী রবিচন্দ্র অশ্বিন। চেতেশ্বর পূজারা ৭৪.০০ গড়ে দুটি ম্যাচে ২২২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য সিরিজের সেরা হন পূজারা।
আরও পড়ুন:- IND vs BAN: ‘পন্থ কি ঘুমোচ্ছিল?’ গাভাসকর-জাদেজার মন্তব্যের কড়া জবাব দিলেন পূজারা
ভারত ম্যাচ জেতার পর এক সমর্থক অশ্বিনকে টুইটারে ট্যাগ করে তাঁর আউট হাওয়া থেকে বেঁচে যাওয়ার কথা মনে করিয়ে বলেন, ‘আপনার ক্যাচটি যদি মোমিনুল হক ধরে নিতেন তাহলে ভারত ৮৯ রানেই অলআউট হয়ে যেত ভারত।’ প্রত্যুত্তরে ব্যঙ্গাত্বক সুরে আশ্বিন বলেন, ‘আমি ভেবেছিলাম আপনাকে হয়তো ব্লক করে দিয়েছি কিন্তু না। ওটা অন্য একজন। ওর নাম ড্যানিয়েল আলেকজান্ডার। ভাবুন, ভারত যদি ক্রিকেট না খেলতো আপনারা দুজনেই কী করতেন।’ অশ্বিনের এই মন্তব্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।