টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় বিতর্কে জড়িয়েছিলেন উজবেক গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ। রমেশবাবু বৈশালীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন তিনি। পরে বিতর্কের মুখে ক্ষমা চান তিনি। একই সঙ্গে দেখা করেন বৈশালীর সঙ্গে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় দাবাড়ু। তিনি জানিয়েছেন যে শুধুমাত্র খেলার ওপর ফোকাস ছিল তাঁর। নিজের মনোসংযোগ যাতে নষ্ট না হয় সেই কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন বৈশালী। তিনি বলেন, ‘আমি ভারতে আসার আগে জানতাম না বিষয়টি এত বড় আকার ধারণ করেছে। আমি শুধু আমার খেলায় মনোসংযোগ করেছিলাম সেই সময়। পরে আমি বিষয়টি জানতে পারি। তবে ঠিক আছে। ঘটনাটি আমার খেলায় কোনও প্রভাব ফেলেনি।’
ঘটনাটি যা ঘটেছিল:
টাটা স্টিল দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন রমেশবাবু বৈশালী এবং নোদিরবেক ইয়াকুববোয়েভ। দাবার রীতি অনুযায়ী খেলার শুরু এবং শেষে দুই প্রতিপক্ষ একে অপরের সঙ্গে করমর্দন করেন। সেদিনও সেই মতো খেলা শুরুর আগে ভারতের বৈশালী তাঁর প্রতিপক্ষ নোদিরবেকের দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু দেখা যায় হাত মিলাতে অস্বীকার করেন উজবেক দাবাড়ু। বেশ অপ্রস্তুত দেখায় বৈশালীকে। এই কারণে গেমে জয়ের পর আর করমর্দনের জন্য হাত এগিয়ে দেননি তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সেই সময় উজেবকে দাবাড়ু সাফাই দেন যে ধর্মীয় কারণে তিনি করমর্দন করেননি। তবে এর আগে ২০২৩ সালে দিব্যা দেশমুখের সঙ্গে নোদিরবেক হাত মিলিয়েছিলেন।
আপাতত সামনের দিকে তাকাতে চান বৈশালী:
২০২৪ সালটা অসাধারণ কেটেছে রমেশবাবু বৈশালীর। একাধিক প্রতিযোগিতায় সাফল্যের মুখ দেখেছেন। এবার সেই পারফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য তাঁর। তিনি PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করাই আমার এখন লক্ষ্য। অবশ্যই আমার লক্ষ্য বছরের শেষের ক্যান্ডিডেট টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করা। আমি গত বছরও সুজোগ পেয়েছিলাম। এবারও পাব বলে আশাবাদী।’
এছাড়াও আসন্ন নরওয়ে চেস ওমেন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে রয়েছেন বৈশালী। তিনি বলেন, ‘গত বছর একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। নরওয়ের মূল ইভেন্টের সাথে থাকছে নতুন এই ফরম্যাট। ব্যক্তিগতভাবে আমি সত্যিই নরওয়েতে খেলা উপভোগ করেছি কারণ আমিও সেরা খেলোয়াড়দের পাশাপাশি খেলার সুযোগ পেয়েছি। ফরম্যাটটিও খুব আলাদা। আমি এই ফরম্যাটে আগে কখনও খেলিনি। তাই আমি সত্যিই এই ইভেন্টের জন্য অধীর আগ্রহে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।