ফলাফলের নিরিখে নেহাত একপেশে ম্যাচ বলা চলে। তবে বিশেষ কারণে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডের লড়াই বাড়তি মাত্রা পায় টেনিসপ্রেমীদের কাছে।
আসলে দুই প্রজন্মের দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন এই ম্যাচে। কিংবদন্তি রাফায়েল নাদালের বিরুদ্ধে লড়াইয়ে নামেন তাঁর অর্ধেক বয়সী উঠতি তারকা। ৩৪ বছরের নাদালের বিরুদ্ধে কোর্টে নামেন তাঁরই স্বদেশীয় কার্লোস অ্যালকারাজ, যিনি এদিনই ১৮ বছরে পা দিলেন। সঙ্গত কারণেই ম্যাচটিকে প্রজন্মের লড়াই আখ্যা দেওয়া হয়েছিল।
জন্মদিনে কার্লোস নিজের আইডল নাদালের বিরুদ্ধে প্রথম বার কোর্টে নামার সুযোগ পান বটে, তবে সেই অর্থে কোনও লড়াই উপহার দিতে পারেননি। স্ট্রেট সেটে পরাজিত হওয়ার পথে মাত্র ৩টি গেম নিজের নামে করেন অ্যালকারাজ। নাদাল ম্যাচ জেতেন ৬-১, ৬-২ সেটে।
প্রথম রাউন্ডের ম্যাচে কার্লোস ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কোর্টে নেমে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন বিশ্বের ৩৪ নম্বর ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোকে। ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-০ সেটে অভিজ্ঞ প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছিলেন স্প্যানিশ টিন-এজার। সেকারণেই তাঁকে ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছিল। ক্লে কোর্টে নাদাল যে কতটা শক্ত ঠাঁই, সেটা উঠতি তারকা হাড়ে হাড়ে টের পেলেন।
প্রি-কোয়ার্টারে নাদাল কোর্টে নামবেন কোয়ালিফায়ার অ্যালেক্সেই পপিরিনের বিরুদ্ধে। ২১ বছরের অজি তরাকার সিঙ্গলস ব়্যাঙ্কিং এই মুহূর্তে ৭৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।