চোট সারিয়ে প্রায় দু'মাস পর কোর্টে ফিরেছিলেন রাফায়েল নাদাল। আর কোর্টে ফিরেই বড় ধাক্কা খেলেন রাফা। ওয়াশিংটনে অনুষ্ঠিত সিটি ওপেনে খেলতে নেমে ৫০তম র্যাঙ্কিংয়ে থাকা প্লেয়ারের কাছে হেরে ছিটকে যেতে হল রাফাকে। দু'ম্যাচ খেলেই রাউন্ড ১৬ থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল।
বৃহস্পতিবার সিটি ওপেনের রাউন্ড ১৬-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল। সেই ম্যাচে প্রথম সেটেই ৪-৬ পিছিয়ে পড়েন নাদাল। দ্বিতীয় সেটে অবশ্য তিনি ৬-১ হ্যারিসকে উড়িয়ে দেন। কিন্তু তৃতীয় সেটে আবার ধাক্কা খান নাদাল। ৪-৬ হেরে যান তিনি। হ্যারিস এ দিন ১৬টি ‘এস’ মেরে নাদালকে সমস্যায় ফেলে দেন।
২০ বারের গ্র্য়ান্ডস্লাম জয়ী নাদাল ম্যাচের পর বলছিলেন, ‘আমি এই গেমটা সত্যি খুব বাজে খেলেছি। আমি ঠিক মতো সার্ভিস করতে পারিনি।’ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছিলেন নাদাল। সেই সময় থেকেই তিনি চোট সমস্যায় ভুগছিলেন। যে কারণে উইম্বলডন এবং অলিম্পিক্স থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তার পরে এই টুর্নামেন্টে আবার অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ৫০-এ থাকা প্লেয়ারের কাছে হেরে বসলেন রাফা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।