সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রাফায়েল নাদালের। গত সপ্তাহে কোর্টে ফিরলেও সিটি ওপেন তৃতীয় রাউন্ডেই লয়েড হ্যারিসের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। এবার সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্য়াহার করে নিলেন রাফায়েল নাদাল।
বহুদিন ধরেই বাঁ-পায়ের চোটে ভুগছেন নাদাল। এই কারণেই উইম্বলডন এবং অলিম্পিক্সেও অংশগ্রহণ করতে পারেননি স্প্যানিয়ার্ড। সদ্য কোর্টে ফিরলেও, আবারও সেই একই সমস্যার সম্মুখীন নাদাল। মঙ্গলবারই (১০ অগস্ট) রজার্স কাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন ৩৫ বছর বয়সী তারকা। এবার সিনসিনাটি ওপেনেও একই পথে হাটলেন তিনি।
বুধবার টুর্নামেন্টের তরফে ২০১৩ সালে সিনসিনাটি ওপেনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মাত্র কয়েকদিন আগেই নোভাক ডকোজিভও সিনসিনাটি থেকে নাম তুলে নিয়েছিলেন। গতবারের ফানালিস্ট মিলস রাওনিচও গোড়ালির জন্য খেলবেন না এই টুর্নামেন্ট।
তবে টুর্নামেন্টে দেখা মিলবে ২০০৮ ও ২০১১ সালের খেতাব জয়ী অ্যান্ডি মারের। বিশ্বের দুই নম্বর তারকা দানিল মেদভেদভ এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই। পাশপাশি গ্রিগর দিমিত্রভ ও মারেন চিলিচদের মতো টুর্নামেন্টর প্রাক্তন বিজয়ীদেরও খেলতে যাবে সিনসিনাটিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।