বাংলা নিউজ > ময়দান > ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে দুরন্ত নজির রাঘবির, ৪০০ টপকে প্রতিপক্ষকে ২৮ রানে গুটিয়ে দিল তাঁর দল

৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে দুরন্ত নজির রাঘবির, ৪০০ টপকে প্রতিপক্ষকে ২৮ রানে গুটিয়ে দিল তাঁর দল

ডাবল সেঞ্চুরি রাঘবির। ছবি- টুইটার।

একদিনের ক্রিকেটে ৪০০ রানের অবিশ্বাস্য ব্যবধানে জয় তুলে নিল উত্তরাখণ্ড। মন্ধনা-জেমিমার সঙ্গে একাসনে বসে পড়লেন রাঘবি।

ক'দিন আগেই ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে নারায়ন জগদীশান, রুতুরাজ গায়কোয়াড়দের ডাবল সেঞ্চুরি করতে দেখা গিয়েছে। এবার একই ছবি দেখা গেল মেয়েদের ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ মহিলা ওয়ান ডে ট্রফিতে দুর্দান্ত দ্বিশতরান করেন উত্তরাখণ্ডের রাঘবি।

উল্লেখযোগ্য বিষয় হল, অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটারে পরিণত হলেন রাঘবি। তিনি বসে পড়েন স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজের সঙ্গে একাসনে।

মঙ্গলাপুরমের কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে নাগাল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামে উত্তরাখণ্ড। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪২৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

আরও পড়ুন:- IND vs BAN: আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত, গুরুত্বপূর্ণ মেডিক্যাল আপডেট দিল BCCI

ওপেন করতে নেমে রাঘবি ২১৯ রানের অনবদ্য ইনিংস খেলে নট-আউট থাকেন। ১৫৪ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৩০টি চার ও ৪টি ছক্কা মারেন। অপর ওপেনার নীলমও ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১২৩ রান করে মাঠ ছাড়েন। এছাড়া শাগুন ৫০ বলে ৫৯ রান করে নট-আউট থেকে যান। তিনি ৯টি বাউন্ডারি মারেন। খাতা খুলতে পারেননি দীপিকা। নাগাল্যান্ডের হয়ে ২টি উইকেটই নেন রোমা।

আরও পড়ুন:- AUS vs WI: অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ, হঠাৎ কেন ক্যাপ্টেন বদল অজিদের?

জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড ১৭.৪ ওভারে মাত্র ২৮ রানে অল-আউট হয়ে যায়। তাও ১০ রান আসে অতিরিক্ত হিসেবে। সাতজন ব্যাটার খাতা খুলতে পারেননি। ৪০০ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জেতে উত্তরাখণ্ড। সাক্ষী ৮ রানে ৪ উইকেট নেন। ৯ রানে ৩ উইকেট নেন পূজা রাজ। ২ রানে ১টি উইকেট নিয়েছেন জিজ্ঞাসা।

বন্ধ করুন