বাংলা নিউজ > ময়দান > WTC Final-সূর্য নয় কেন রাহানেকেই খেলানো ঠিক সিদ্ধান্ত, যুক্তি দিয়ে বোঝালেন বেঙ্গসরকার

WTC Final-সূর্য নয় কেন রাহানেকেই খেলানো ঠিক সিদ্ধান্ত, যুক্তি দিয়ে বোঝালেন বেঙ্গসরকার

অজিঙ্কা রাহানে। ছবি- বিসিসিআই টুইটার (BCCI Twitter)

দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম একাদশে রাহানেকে এগিয়ে রাখলেন বেঙ্গসরকার। 

হাতে মাত্র আর তিন দিন। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের ওভালে খেলতে নামবে ভারত। তার আগে ভারতীয় ক্রিকেটে ‘কর্নেলদিলীপ বেঙ্গসরকার হিন্দুস্তান টাইমসের সঙ্গে বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের প্রসঙ্গে সাক্ষাৎকার দেন। প্রাক্তন এই ক্রিকেটারের ইংল্যান্ডে রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। প্রাক্তন নির্বাচন কমিটির প্রধান ইংল্যান্ডের মাঠে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ইংল্যান্ডে ১৩ ম্যাচ খেলে ৪৮ গড় নিয়ে চারটি সেঞ্চুরি ও একাধিক অর্ধশতরানের সাহায্যে ৯৬০ রান করেছেন তিনি। লর্ডসে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় তিনিই। এহেন পরিসংখ্যান নিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের ফর্ম এবং ইংল্যান্ডের পরিবেশ নিয়ে আলোচনা করলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন উঠতি তারকা শুভমন গিল। তিনি কি এখন অনেকটাই প্রস্তুত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শুভমান গিল অসাধারণ ক্রিকেটার। আমরা ওর থেকে অনেক ভালো কিছু আশা করছি। ভারতের হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ ওর সামনে পড়ে রয়েছে। দক্ষতার দিক থেকে অনেক উন্নত ক্রিকেটার। ম্যাচের চাপ রাখার মতো ক্ষমতা সহ অন্যান্য সব গুণাবলী রয়েছে, যা ওকে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলার জন্য সাহায্য করবে।' প্রসঙ্গত সদ্য শেষ হওয়া আইপিএলে তিনটি শতরান করেছেন গিল।

ইংল্যান্ডের সাফল্য পাওয়ার জন্য গিলের ব্যাটিং সংক্রান্ত কোনও কৌশল পরিবর্তন করতে হবে কিনা সেই বিষয়ে তিনি বলেন, 'শুভমনের টেকনিক্যাল কিছু পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি না। ও যে রকমের শট খেলে তা সবটাই ক্রিকেটের বই মেনে। এমনকী টি-টোয়েন্টিতেও ও একই রকম খেলে। তার জন্যই সব ফরম্যাটের ক্রিকেটে ওকে দেখা যাচ্ছে।'

সম্প্রতি বিরাট কোহলি জানান, টি-টোয়েন্টি হোক বা টেস্ট, ক্রিকেট যে কোনও খেলাতেই তিনি তাঁর ব্যাটিং স্টাইল পরিবর্তন করবেন না। সেই বিষয়ে বেঙ্গসরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'ক্রিকেট সম্পর্কে বিরাটের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ও যদি নিজের ব্যাটিং স্টাইল নিয়ে কিছু বলে থাকে, তাহলে নিজের সেরা বিচারক ও নিজেই। আমরা সবাই জানি ও কি করতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেট স্বাভাবিকভাবেই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে।'

এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা। ভারত অধিনায়কের খারাপ ফর্মের প্রসঙ্গ উঠে আসলে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার জানান, 'রোহিত শর্মা অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ও খুব বড় মাপের ক্রিকেটার। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় ম্যাচ আর হতে পারে না। আমি আশা করছি এই ম্যাচে ও নিজের ফর্ম ফিরে পাবে।'

ইংল্যান্ডের আবহাওয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, 'ইংল্যান্ডের আবহাওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার থেকে অনেক আলাদা। উপযুক্ত আবহাওয়া থাকলে বল অনেক সময় ধরে সুইং করতে পারে। এখানে বোলাররা যে লেন্থ ধরে বল করে তাও অনেকটা আলাদা। যদি পিচে অতিরিক্ত বাউন্স থাকে তাহলে তা খুব ব্যাটারদের জন্য কঠিন হতে চলেছে। আমি আশা করি ভারতীয় ব্যাটাররা খুব শীঘ্রই মানিয়ে নেবে। তারা সবাই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগেও তারা ইংল্যান্ড সফর করেছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই। যে দলটি দ্রুত পরিস্থিতির সাথে খাপ খায় এবং মানিয়ে নেবে তারা ভাল করবে।'

দীর্ঘদিন জাতীয় টেস্ট দলের বাইরে থাকার পর ফিরে এসেছেন অজিঙ্কা রাহানে। তার এই ম্যাচ খেলা দরকার কিনা সেই বিষয়ে দিলীপ বলেন, 'আমি আশা করি রাহানে সূর্যকুমার যাদবের চেয়ে অগ্রাধিকার পাবে। কারণ ও একজন অভিজ্ঞ খেলোয়াড়। অতীতে ইংল্যান্ডের পরিবেশে ভালো খেলেছে। ওর কৌশল এমন দ্রুত ইংরেজ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে।' বর্তমানে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন ঋষভ পন্ত। তাঁর জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসাবে দলে এসেছেন ইশান কিষাণ এবং কেএস ভরত। তাদের মধ্যে কার খেলা উচিত বলে জানতে চাইলে তিনি মত প্রকাশ করে বলেন, 'কেএস ভরত একজন দক্ষ উইকেট কিপার। আমার মতে ওর খেলা উচিত।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.