বাংলা নিউজ > ময়দান > ২০১৭ থেকেই ফর্ম ক্রমশ নিম্নমুখী হয়েছে রাহানের, পরিসংখ্যানও হতাশাজনক

২০১৭ থেকেই ফর্ম ক্রমশ নিম্নমুখী হয়েছে রাহানের, পরিসংখ্যানও হতাশাজনক

বার বার ব্যর্থ হচ্ছেন রাহানে। ছবি: এএনআই

২০১৭ সাল থেকে রাহানের পারফরম্যান্সের গ্রাফটা ক্রমশ নিম্নমুখীই হয়েছে। ব্যতিক্রম শুধু ২০১৯ সাল। প্রায় বছর পাঁচেক ধরে রাহানে ক্রমশ নিরাশ করে চলেছে ভারতীয় ক্রিকেট মহলকে। তবু কেন তাঁকে দলে রাখা হচ্ছে, তাই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।

এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খুবই খারাপ ছন্দে রয়েছেন অজিঙ্কা রাহানে। তবে পরিসংখ্যান বলছে, টেস্টে রাহানের ফর্ম যে এ বার শুধু ইংল্যান্ডেই খারাপ, তা নয়। বরং বহু দিন ধরেই রীতিমতো হতাশাজনক পারফরম্যান্স করছেন রাহানে। ২০১৭ সাল থেকে রাহানের পারফরম্যান্সের গ্রাফটা ক্রমশ নিম্নমুখীই হয়েছে। ব্যতিক্রম শুধু ২০১৯ সাল। প্রায় বছর পাঁচেক ধরে রাহানে ক্রমশ নিরাশ করে চলেছে ভারতীয় ক্রিকেট মহলকে। তবু কেন তাঁকে দলে রাখা হচ্ছে, তাই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।

২০১৭ সালে ১১টি টেস্টের ১৮টি ইনিংস খেলে ৫৫৪ রান করেছিলেন রাহানে। সর্বোচ্চ রান ছিল ১৩২। গড় ৩৪.৬২। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছিলেন তিনি। ২০১৮ সালে আবার ১২টি ম্যাচের ২১ ইনিংসে ৬৪৪ রান করেছিলেন। সর্বোচ্চ ৮১। গড় ৩০.৬৬। কোনও সেঞ্চুরি করেননি। পাঁচটি অর্ধশতরান করেছিলেন। ২০১৯ সালে ৮টি ম্যাচ খেলেছিলেন রাহানে। ১১ ইনিংসে রান করেছিলেন ৬৪২। সর্বোচ্চ ১১৫। গড় ৭১.৩৩। দু'টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছিলেন তিনি। একমাত্র ২০১৯ সালে কিছুটা ভাল পারফরম্যান্স ছিল তাঁর।

২০২০ সালে আবার করোনার জন্য সে ভাবে খেলাই হয়নি। মাত্র ৪টি টেস্ট খেলেছিলেন তিনি। ৮ ইনিংসে ২৭২ রান করেছিলেন। সর্বোচ্চ ১১২। গড় ৩৮.৮৫। শুধু একটি মাত্র সেঞ্চুরি করেছিলেন রাহানে। ২০২১ সালে আবার সবচেয়ে খারাপ ছন্দ রয়েছেন তিনি। ১১টি ম্যাচের ১৯টি ইনিংস খেলে তিনি মাত্র ৩৭২ রান করেছেন। সর্বোচ্চ ৬৭। গড় ১৯.৫৭। শুধু দু'টি অর্ধশতরান করেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে নাটিংহ্যামে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ রান করেছিল। বৃষ্টির জন্য পরের ইনিংসে খেলা হয়নি। লর্ডসে তাঁর সংগ্রহ ১ এবং ৬১ রান। লিডস টেস্টে ১৮ এবং ১০ রান করেছিলেন রাহানে। আর ওভালে তাঁর সংগ্রহ ১৪ এবং ০। ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে অজিঙ্কা রাহানের গড় মাত্র ২২.৭। প্রথম ছয়ে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাট করেন, তাঁদের মধ্যে বিপক্ষ কোনও একটি দলের বিরুদ্ধে ২০ বা তার বেশি টেস্টে খেলার পরে এটাই হল সর্বনিম্ন গড়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.