বাংলা নিউজ > ময়দান > WTC ফাইনালে খেলবেন রাহানে? পন্ত-শ্রেয়স না থাকায় চলছে ভাবনাচিন্তা-রিপোর্ট

WTC ফাইনালে খেলবেন রাহানে? পন্ত-শ্রেয়স না থাকায় চলছে ভাবনাচিন্তা-রিপোর্ট

রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। ছবি- এএফপি 

একাধিক ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই বেশ চাপে ভারতীয় দল। আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর সেই টুর্নামেন্ট নিয়ে বৈঠকে বসছেন রাহুল দ্রাবিড়। 

পুরো মাত্রায় চলছে আইপিএল। ভারতের প্রায় সব শীর্ষস্থানীয় ব্যাটাররা ব্যস্ত বিশ্বের এই অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগে। কিন্তু কাজে ছুটি নেই ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের। আইপিএল শেষ হলেই রোহিত শর্মা, বিরাট কোহলি উড়ে যেতে হবে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে। ফলে আইপিএল শেষ হওয়ার পর খুব কম সময় পাবেন ক্রিকেটাররা। তাই এখন থেকে আসরে নেমে পড়তে চাইছেন রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বৈঠকে বসবেন রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফরা।

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গতবারও ফাইনালে জায়গা ভারত কিন্তু জিততে পারেনি। পরপর দুইবার ফাইনালে জায়গা করে নজির তৈরি করেছে মেন ইন ব্লু। তবে ফাইনালে উঠলেও ভারতকে চাপে রাখছে শীর্ষস্থানীয় কিছু বোলার ও ব্যাটারদের চোট। ইতিমধ্যেই চোটে ভুগছেন ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরাহ। বছর শেষে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন আক্রমণাত্মক ব্যাটার ঋষভ পন্ত। বর্ডার-গাভাসকর ট্রফি চলার সময় পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে বেশ চাপে রোহিত শর্মার দল। এই সমস্যার সমাধান করতে চাইবে রাহুল দ্রাবিড়রা। অন্যদিকে বছর শেষে আবার দেশের মাটিতে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এগোতে চাইছেন মিস্টার ডিপেন্ডেবল।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, 'রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে সহ অন্যান্য সাপোর্ট স্টাফরা ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে জাতীয় অ্যাকাডেমি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসবে।'

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিক প্রধান হিসাবে ভিভিএস শুধুমাত্র ক্রিকেটারদের চোট আঘাত সমস্যার উন্নতির বিষয় দেখছেন না। এই দায়িত্বের সঙ্গে সঙ্গেই তিনি নতুন ক্রিকেটার তুলে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, দ্রাবিড় এবং ভিভিএস ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আরও বেশ কয়েকটি সফর রয়েছে। তা নিয়েও কথা হবে।

তবে সূত্র মারফত জানা গিয়েছে, ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের বিসিসিআই কোনও রকম চিঠি দেয়নি। প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরুতে শোনা যায়, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের যাতে অতিরিক্ত চাপ দেওয়া না হয় তা জানানো। তবে সরকারি ভাবে কোনও কিছু জানানো হয়নি বোর্ডের তরফ থেকে।

পাশাপাশি অজিঙ্কা রাহানেকে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ঘরোয়া মরশুমেই নয়, আইপিএলেও রান পাচ্ছেন রাহানে। সেই বিষয়ও এই বৈঠকে আলোচনা হতে পারে মনে করা হচ্ছে। কারণ শ্রেয়স ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে রাহানে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.