পাকিস্তানের হয়ে গুটিকয়েক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইয়াসির আরাফত। এহেন পাক পেসারকে বিদেশ বিভুঁইয়ে হঠাৎ করে দেখলে চিনতে না পারাই স্বাভাবিক রাহুল দ্রাবিড়ের মতো মহাতারকার। তবে প্রাক্তন ভারত অধিনায়ক যে অন্য ধাতুতে গড়া, সেটা উপলব্ধি করেছিলেন ইয়াসির।
রাহুল দ্রাবিড় কতটা মাটির মানুষ, প্রাক্তন পাক ক্রিকেটার সেটা বুঝতে পেরেছিলেন লন্ডনের রাস্তায়, যখন দূর থেকে তাঁর ডাক কানে যাওয়ায় দ্রাবিড় ট্যাক্সি থেকে নেমে আসেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে। ২০১৪ সালে আরাফত যখন টি-২০ ব্লাস্টে অংশ নেওয়ার জন্য লন্ডনে হাজির ছিলেন, ঠিক তখন লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সময় ধারাভাষ্য দেওয়ার জন্য উপস্থিত ছিলেন দ্রাবিড়।
ইউটিউব চ্যানেল Sports Yaari-তে আরাফত বলেন, ‘রাহুল দ্রাবিড় লর্ডসে একটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য উপস্থিত ছিল। ম্যাচের শেষে ও স্টেডিয়াম থেকে ফেরার জন্য একটি ট্যাক্সিতে প্রায় বসে পড়েছিল। আমি দূর থেকে রাহুল ভাই বলে হাঁক দিই। আমার ডাক শুনতে পেয়ে ও ড্রাইভারকে চলে যেতে বলে। আমার সঙ্গে কথা বলার জন্য ট্যাক্সি ছেড়ে দেয় দ্রাবিড়।'
আরাফত আরও বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে খুব বেশি ম্যাচ খেলিনি। তা সত্ত্বেও রাহুল ১০-১৫ মিনিট আমার সঙ্গে কথা বলে। আমার খেলা ও পরিবার নিয়ে জানতে চায়। আমার ভীষণ ভালো লেগেছিল।’
কাকতলীয়ভাবে আরাফতের টেস্ট অভিষেক হয় ভারতের বিরুদ্ধে। ২০০৭ সালে বেঙ্গালুরুতে সেই ম্যাচে আরাফের প্রথম শিকার ছিলেন দ্রাবিড়। অভিষেক ইনিংসেই ৫টি উইকেট পেয়েছিলেন ইয়াসির। ম্যাচে মোট ৭টি উইকেট দখল করেন তিনি। যদিও দ্রাবিড়কে আউট করে টেস্টে উইকেট তোলার যাত্রা শুরু করাটাই নিজের কেরিয়ারের সেরা প্রাপ্তি বলে মনে করেন আরাফত।
উল্লেখ্য, ইয়াসির পাকিস্তানেক হয়ে ৩টি টেস্ট, ১১টি ওয়ান ডে ও ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে তিনি মোট ২৯টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।