বাংলা নিউজ > ময়দান > Dravid's hilarious comment to SKY: 'SKY নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে বড় হয়নি', দ্রাবিড়ের হাস্যকর কথায় ছক্কা সূর্যের

Dravid's hilarious comment to SKY: 'SKY নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে বড় হয়নি', দ্রাবিড়ের হাস্যকর কথায় ছক্কা সূর্যের

সূর্যকুমার যাদব এবং রাহুল দ্রাবিড়। (ছবি সৌজন্যে বিসিসিআই)

Rahul Dravid's hilarious comment to SKY: সূর্যকুমারের যাদব বিধ্বংসী ইনিংসে মুগ্ধ রাহুল দ্রাবিড়। সূর্যের মজা করেন ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, 'SKY নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে বড় হয়নি।' তাতে সূর্যের প্রতিক্রিয়া দেখার মতো ছিল।

অনেকটা দেরিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। কিন্তু কেরিয়ারের শুরুটা কী দুর্দান্ত না করেছেন সূর্যকুমার যাদব। রান তো করে যাচ্ছেন। সেই রানও এমনভাবে করছেন যে অভিভূত হতে বাধ্য হচ্ছেন সকলে। যে তালিকায় আছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। যিনি মজা করে বললেন, ‘নিশ্চয়ই আমার ব্যাটিং দেখেনি সূর্য।’

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়ন্টি ম্যাচের পর বিসিসিআই টিভিতে সূর্যের সঙ্গে কথা বলেন দ্রাবিড়। সেই সাক্ষাৎকার-পর্বের শুরুতেই দ্রাবিড় বলেন, ‘(হাসতে-হাসতে) এখানে এমন একজনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। যে নিশ্চিতভাবে ছেলেবেলায় বড় হওয়ার সময় আমায় ব্যাট করতে দেখেনি।’ তাতে হাসতে-হাসতে সূর্য বলেন, ‘আমি দেখেছি।’ দ্রাবিড়ও হাসতে-হাসতে বলেন, 'আমি আশা করছি যে তুমি দেখনি। আমি নিশ্চিত যে তুমি দেখনি।'

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্য

দিনের বেলায় সূর্য থাকলেও শনিবার রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্য ঝড় উঠেছিল। ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। হাঁকান ন'টি ছক্কা এবং সাতটি চার। স্ট্রাইক রেট ছিল ২১৯.৬। সেই ইনিংসে এমন সব শট মেরেছেন, যেটা শুধুমাত্র তাঁর পক্ষেই সম্ভব। এমনই পরিস্থিতি হয়েছে যে খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা তো বলেই দিচ্ছেন, ভাগ্যিস তাঁরা সূর্যের দলে খেলেন। বিপক্ষে খেললে যে কী হত, কে জানে।

আরও পড়ুন: ভিডিয়ো: এ কেমন শট খেললেন সূর্যকুমার যাদব, না দেখলে বিশ্বাস করতে পারবেন না

শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই শতরানের সুবাদে একাধিক রেকর্ড গড়েছেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ২০০-র বেশি স্ট্রাইক রেটে সর্বাধিক শতরানের নজির গড়েছেন। আবার ভারতীয়দের মধ্যে একটি টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নিরিখে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙেন সূর্য (ন্যূনতম ৫০ বল)।

আরও পড়ুন: IND vs SL: আমি বোলার হলে ওর খেলায় দুঃখ পেতাম, T20-তে ও সেরা- সূর্যের প্রেমে ডুবে হার্দিক

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যে স্ট্রাইক রেট ২১৯.৬ ছিল। দ্বিতীয় স্থানে আছে সূর্যেরই একটি ইনিংস। গত বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই তাণ্ডব চালিয়েছিলেন। সেইসময় স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৪ (৫১ বলে ১১১ রান)। চতুর্থ স্থানেও আছেন সূর্য। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ইনিংসে (ইংল্যান্ড বনাম ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ) তাঁর স্ট্রাইক রেট ছিল ২১২.৭২। ভারত হেরে গেলেও ৫৫ বলে ১১৭ রান করেছিলেন সূর্য। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম শতরান ছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন