বাংলা নিউজ > ময়দান > IPL-এ ভাল পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত রাহুল ত্রিপাঠী, ক্ষুব্ধ প্রাক্তনীরা

IPL-এ ভাল পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত রাহুল ত্রিপাঠী, ক্ষুব্ধ প্রাক্তনীরা

আইপিএলে ব্যাটিংরত রাহুল ত্রিপাঠী। ছবি- পিটিআই। (PTI)

এবারের আইপিএলে ১৬১.৭২-র স্ট্রাইক রেট ও ৩৯.৩০ গড়ে ৩৯৩ রান করেছেন রাহুল ত্রিপাঠী।

রবিবারই (২২ মে) ভারত-দক্ষিণ আফ্রিকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। ১৮ জনের সেই দলে আইপিএলে ভাল পারফরম্যান্সের সুবাদে কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিকরা। জায়গা পেয়েছেন তরুণ উমরান মালিকও। তবে রাহুল ত্রিপাঠীর কিন্তু সেই দলে নাম নেই।

এ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ত্রিপাঠী আগুনে ফর্মে ছিলেন। ১৩টি ইনিংসে ৩৯.৩০ গড়ে ৩৯৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৬১.৭২। তিনটি অর্ধশতরানও করেছেন ত্রিপাঠী। এই পারফরম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন ৩১ বছর বয়সি তারকা হয়তো অবশেষে জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু তেমনটা হয়নি। ভাল পারফরম্যান্সের পর ত্রিপাঠীর সুযোগ না পাওয়াটাকে মেনে নিত পারছেন না প্রাক্তনীরা। দল ঘোষণার পরপরই এক টুইটে হরভজন সিং লেখেন, ‘স্কোয়াডে রাহুল ত্রিপাঠীর নাম দেখতে না পেয়ে হতাশ। ওর সুযোগ পাওয়া উচিত ছিল।’

হতাশ আরেক প্রাক্তনী বীরেন্দ্র সেওয়াগও। তবে সূর্যকুমার যাদবের সঙ্গে তুলনা টেনে তিনি ত্রিপাঠী ধৈর্য্য ধরার পরামর্শ দিচ্ছেন। Cricbuzz-এ এক আলোচনাসভায় সেহওয়াগ বলেন, ‘আমার মনে হয় গত বছর সূর্যকুমার যাদবকে নিয়েও আমরা এই একই কথা বলছিলাম। এক্ষেত্রে ধৈর্য্য ধরাটাই আসল গুণ।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াড:-

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার ও ভাইস ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

বন্ধ করুন