লড়াইটা যেন মনে হচ্ছিল একেবারেই একপেশে। কী দাপট রেলওয়েজের মেয়েদের। তাঁদের কাছে কার্যত খড়কুটোর মতোই উড়ে গেল ঝাড়খন্ডের মেয়েরা। বল হাতে যেমন রেলওয়েজ আগুন ঝড়াল, তেমনই ব্যাট হাতেও বিধ্বংসী হয়ে উঠল তারা। যার নিট ফল, ৭ উইকেটে ঝাড়খণ্ডকে হারিয়ে ওমেন্স সিনিয়র ওয়ান ডে ট্রফি চ্যাম্পিয়ন হল রেলওয়েজ।
রবিবার রাজকোটে ওমেন্স সিনিয়র ওয়ান ডে ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঝাড়খণ্ড। তবে স্নেহ রানা, মেঘনা সিং, একতা বিস্তদের দাপটের সামনে নির্দিষ্ট ৫০ ওভারে ১০ উইকেট হারিয়েই মাত্র ১৬৪ রান করে ঝাড়খণ্ড। মহেন্দ্র সিং ধোনির রাজ্যের উইকেটকিপার-ব্যাটসম্যান ইন্দ্রানী রায়ই একমাত্র লড়াই করার চেষ্টা করেছিলেন। ৭৭ বলে ৪৯ রান করেন তিনি। এ ছাড়া দলের অধিনায়ক মণি নিহারিকা ৫৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ৭৪ বলে ৩১ রান করেন দুর্গা মুর্মু। এর বাইরে কোনও ব্যাটসম্যানের স্কোরই ২০-র উপর উঠতে পারেনি। রেলওয়েজের স্নেহ রানা ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন মেঘনা সিং এবং একতা বিস্ত।
বলের পর ব্যাট হাতেও স্নেহ রানা ঝড় তোলেন। পাঁচে ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেন করতে নেমে সাবভিনেনি মেঘানা ৬৭ বলে ৫৩ রান করেন। তিনে ব্যাট করতে নেমে পুনম রাউত তাঁকে যোগ্য সঙ্গত দেন। ৯৪ বলে ৫৯ করেন পুনম। ১৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে নেয় মিতালি রাজের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।