বাংলা নিউজ > ময়দান > রাজকোটে বৃষ্টির পূর্বাভাস! ভেস্তে যাবে কি India vs South Africa চতুর্থ T20 ম্যাচ

রাজকোটে বৃষ্টির পূর্বাভাস! ভেস্তে যাবে কি India vs South Africa চতুর্থ T20 ম্যাচ

রাজকোটে বৃষ্টির পূর্বাভাস

রাজকোটে টিম ইন্ডিয়ার খেলা নষ্ট করতে পারে বৃষ্টি। ইন-ফর্ম দক্ষিণ আফ্রিকা ছাড়াও রাজকোটের আবহাওয়া ভারতের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাজকোটে সম্প্রতি বৃষ্টি হয়েছে এবং শুক্রবারের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পরে টিম ইন্ডিয়ার প্রতিটি ম্যাচই 'ডু অর ডাই'-এর মতো। ভারত অবশ্যই বিশাখাপত্তনমে সফরকারী দলকে ৪৮ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে। তবে টিম ইন্ডিয়া এখনও ১-২ পিছিয়ে রয়েছে। যদি রাজকোটে টিম ইন্ডিয়া জিততে পারে তবে সিরিজের নির্ধারক ব্যাঙ্গালোরে খেলা হবে। কিন্তু রাজকোটের আবহাওয়া টিম ইন্ডিয়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন… ‘উমরানের মতো ফাস্ট বোলিং করতে পারি না তাই...’ কেন এমন বললেন হার্ষাল প্যাটেল?

তবে রাজকোটে টিম ইন্ডিয়ার খেলা নষ্ট করতে পারে বৃষ্টি। ইন-ফর্ম দক্ষিণ আফ্রিকা ছাড়াও রাজকোটের আবহাওয়া ভারতের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাজকোটে সম্প্রতি বৃষ্টি হয়েছে এবং শুক্রবারের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Weather.com অনুসারে, শুক্রবার রাজকোট মেঘলা থাকবে এবং সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা হবে ৭৭ শতাংশ এবং বাতাস ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে প্রবাহিত হবে।

আরও পড়ুন… ‘উমরানের মতো ফাস্ট বোলিং করতে পারি না তাই...’ কেন এমন বললেন হার্ষাল প্যাটেল?

চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা আনতে মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে দুটি পরিবর্তনের সুযোগ রয়েছে পন্তের। অক্ষর প্যাটেলের জায়গায় দলে আসতে পারেন রবি বিষ্ণোই অথবা দীপক হুডা। অন্যদিকে আভেশ খানের জায়গায় সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং। তিন ম্যাচে একটিও উইকেট পাননি আভেশ খান। তবে সবকিছুই নির্ভর করবে রাজকোটের আকাশের উপর।

বন্ধ করুন