
উনাদকাটের বিয়ের পরের দিনই জীবনের নতুন ইনিংস শুরু করলেন তেওয়াটিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 04 Feb 2021, 04:53 PM IST- বাগদান সারলেন রাজস্থান রয়্যালসের তারকা অল-রাউন্ডার।
মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েছেন রাজস্থান রয়্যালসের তারকা পেসার জয়দেব উনাদকাট। বুধবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন রাজস্থানের আরও এক তারকা ক্রিকেটার।
আইপিএল ২০২০-র অন্যমত সেরা ভারতীয় ক্রকেটার রাহুল তেওয়াটিয়া বাগদান সারলেন বান্ধবী রিধির সঙ্গে। তারকা অল-রাউন্ডারের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জয়ন্ত যাদব ও কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। তেওয়াটিয়া সোশ্যাল মিডিয়ায় রিধির সঙ্গে আঙটি বদলের ছবি পোস্ট করে নিজেই জানান বাগদানের কথা।
টুইটারে অনুরাগীদের এমন খুশির খবর জানাতে বিশেষ শব্দ খরচ করেননি তেওয়াটিয়া। তিনি ৩.২.২০২১ তারিখের পাশে একটি আঙটির ইমোজিতেই বুঝিয়ে দেন বাগদানের কথা।
আইপিএল ২০২০-তে বেশ কয়েকটা ম্যাচে ব্যাট হাতে নজর কাড়েন তেওয়াটিয়া। তবে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে যেভাবে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতান তিনি, তা চমকে দেয় ক্রিকেটমহলকে। শেলডন কটরেলের এক ওভারে ৫টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৭টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৩ রান করে আউট হন তেওয়াটিয়া। পঞ্জাবের ২ উইকেটে ২২৩ রানের জবাবে ৬ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস।