বাংলা নিউজ > ময়দান > রাজস্থান রয়্যালস তারকার সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ইংল্যান্ড

রাজস্থান রয়্যালস তারকার সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ইংল্যান্ড

লিয়াম লিভিংস্টোন। ছবি- আইসিসি (টুইটার)।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড।

প্রথম ম্যাচে ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত বিশ ওভারে শ্রীলঙ্কা মাত্র ১১১ রান করার পর ডাকওয়ার্থ লুইস নিয়মে লিয়াম লিভিংস্টোনের পরিপক্ক ইনিংসের সুবাদে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

কার্ডিফের মেঘাচ্ছন্ন পরিবেশে প্রথম থেকেই ব্যাট হাতে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। মার্ক উডের আগুনে গতি আদিল রাশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে ইনিংসের কোন সময়ই রানের গতি বাড়াতে পারেনি কুশল পেরেরার দল। কুশল মেন্ডিসের ৩৯ বলে ৩৯ রানের ইনিংস ছাড়া কেউই তেমন ব্যাট হাতে রান করতে পারেনি। নিজের নির্ধারিত চার ওভারে ২৪ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন রাশিদ। ইনিংসের শেষে ইসুরু উদানা (১৪ বলে ১৯) শ্রীলঙ্কাকে শতরানের গন্ডি পেরোতে সাহায্য করেন।

ব্যাট হাতে না পারলেও বল হাতে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। সাত ওভারের মধ্যেই ইংল্যান্ডের চার উইকেট তুলে নেন লঙ্কান বোলাররা। তবে রাজস্থান রয়্যালস তারকা লিয়াম লিভিংস্টোন পরিপক্কতার সঙ্গে ২৬ বলে ২৯ রান করে ইংল্যান্ড দলকে কাঙ্খিত জয় এনে দেন। অল্প রানের ম্যাচে স্যাম বিলিংসের (২৯ বলে ২৪) সঙ্গে পঞ্চম উইকেটে ৫৪ রানের তাঁর পার্টনারশিপই ম্যাচে তফাৎ গড়ে দেয়। 

ব্যাট হাতে শেষের দিকে আট বলে ১৬ রানের ছোট কিন্তু সুন্দর একটি ইনিংস খেলেন স্যাম কারানও। শ্রীলঙ্কার হয়ে সবথেকে সফল বোলার ওয়াহেদু হাসারাঙ্গা। নির্ধারিত চার ওভারে বিশ রান খরচা করে দুই উইকেট তুলে নেন তিনি। নিজের ইনিংসের জন্য় ম্যাচের সেরা নির্বাচিত হন লিভিংস্টোন। পরপর দুই ম্যাচে জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।

বন্ধ করুন