বাংলা নিউজ > ময়দান > ডব্লিউভি রামনকে সরিয়ে ফের ভারতের মহিলা দলের কোচ হলেন রমেশ পাওয়ার

ডব্লিউভি রামনকে সরিয়ে ফের ভারতের মহিলা দলের কোচ হলেন রমেশ পাওয়ার

ভারতের মহিলা দলের কোচের দায়িত্বে রমেশ পাওয়ার (ছবি:গুগল)

ভারতের মহিলা ক্রিকেট দলের দায়িত্বে আর ফেরা হলনা প্রাক্তন হেড কোচ ডব্লিউভি রামনের! ভারতের মহিলা ক্রিকেটে আবার আসতে চলেছে পাওয়ারের যুগ।৩৫ জন কোচের মধ্যে থেকে ভারতের মহিলা দলের কোচ হিসাবে বেছে নেওয়া হল রমেশ পাওয়ারকে।

ভারতের মহিলা ক্রিকেট দলের দায়িত্বে আর ফেরা হল না প্রাক্তন হেড কোচ ডব্লিউভি রামনের! ভারতের মহিলা ক্রিকেটে আবার আসতে চলেছে পাওয়ারের যুগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বুধবারই বলা হয়েছিল ৪৮ঘন্টার মধ্যে ভারতীয় মহিলা দলের কোচের নাম ঘোষণা করবে তারা।  যেমন কথা তেমন কাজ, বৃহস্পতিবার বিসিসিআই-এর কাছে নিজেদের পছন্দের কোচের তালিকা তুলে দেয় মদন লালের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি(CAC)। তখনই একটা  ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে আবার ভারতের মহিলা ক্রিকেটারদের রাশ যেতে চলেছে রামেশ পাওয়ারের কাছে। এবার সেই খবরই সত্যি হল। ৩৫ জন কোচের মধ্যে থেকে ভারতের মহিলা দলের কোচ হিসাবে বেছে নেওয়া হল রমেশ পাওয়ারকে।

২০১৮ সালে ভারতের মহিলা দলের কোচ নিযুক্ত হয়েছিলেন রমেশ পাওয়ার। সেই সময় দলের অধিনায়ক মিতালি রাজের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই সময় মিতালি রাজ অভিযোগ করেছিলেন পাওয়ার তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করে দেবেন। সেই সময় ভারেতর মহিলা দলের রাশ নিজের হাতে তুলে নেন রামন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ১-৪ হারতে হয়েছিল ভারতকে। টি২০ সিরিজেও ১-২ হারতে হয়েছিল ভারতকে। তখন থেকেই রামনকে সরানোর একটা কথা চলে আসছিল। ইংল্যান্ড সফরের আগে ভারত নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করে দিল।

পাওয়ারের সঙ্গে যেই সময় মিতালি রাজেদের সমস্যা হচ্ছিল তখল পাওয়ারকে সমর্থন করেছিলেন ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। অবশেষে ফের ভারতীয় মহিলা দলের কোচেদের মাথায় বসলেন রমেশ পাওয়ার। সামনেই ইংল্যান্ড সফর।  

১৮ই মে মুম্বইয়ে ভারতীয় মহিলা দলকে একত্রিত করে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যেতে হবে দলকে। আসন্ন ইংল্যান্ড সফরে জন্য কাজ শুরু করে দিতে চায় বিসিসিআই। 

ভারতের মহিলা দল ইংল্যান্ডের বাইশ গজে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে। ২রা জুন পুরুষ দলের সঙ্গে নতুন কোচের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল।

বন্ধ করুন