বাংলা নিউজ > ময়দান > ভারতকে চাপ দিতেই নাকি ODI WC বয়কটের হুমকি দেয় PCB- ICC-কে জানিয়েছেন রামিজ রাজা

ভারতকে চাপ দিতেই নাকি ODI WC বয়কটের হুমকি দেয় PCB- ICC-কে জানিয়েছেন রামিজ রাজা

জয় শাহ এবং রামিজ রাজা।

রামিজ রাজা নাকি আইসিসি কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন, পিসিবি বিশ্বকাপের জন্য ভারতে তাদের দল না পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বা এই ধরনের একটি মেগা ইভেন্ট বয়কট করার পক্ষেও ছিল না। এশিয়া কাপের জন্য ভারতীয় বোর্ডকে তাদের দল পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতেই এই পথ নেওয়া হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি কর্মকর্তাদের বলেছে যে, তারা এশিয়া কাপে দল পাঠানোর জন্য প্রতিবেশী দেশটির উপর চাপ সৃষ্টি করতেই আগামী বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। প্রসঙ্গত, এশিয়া কাপের ২০২৩ সংস্করণের আয়োজক দেশ পাকিস্তান। আর তার পরেই ভারতে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ।

এসিসি সভাপতি এবং বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন যে, ভারত আগামী বছর এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাবে না। ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। যার পরে পিসিবি হুমকি দিয়েছিল যে, এশিয়া কাপে ভারত না আসলে, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

সম্প্রতি জানা গিয়েছে যে, রামিজ রাজা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের বলেছেন যে, বোর্ড ৫০ ওভারের বিশ্বকাপে তাদের দল ভারতে না পাঠানোর কোনও সিদ্ধান্ত নেয়নি। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট সিরিজ দেখতে অতিথি হিসেবে এসেছিলেন আইসিসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস সহ আইসিসি-র বেশ কিছু কর্মকর্তা। তখনই নাকি রামিজ রাজার সঙ্গে কথা হয়েছিল।

আরও পড়ুন: BCCI-কে আক্রমণ করেছিলেন, তার জেরেই সরতে হল রামিজ রাজাকে? নতুন PCB চেয়ারম্যান কে?

একটি সূত্র পিটিআই-কে বলেছেন, ‘রামিজ আইসিসি কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে, পিসিবি বিশ্বকাপের জন্য ভারতে তাদের দল না পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বা এই ধরনের একটি মেগা ইভেন্ট বয়কট করার পক্ষেও ছিল না কিন্তু দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের কারণে, পিসিবিকে করতে হয়েছিল। এশিয়া কাপের জন্য ভারতীয় বোর্ডকে তাদের দল পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতেই এই পথ নেওয়া হয়েছিল।’

সূত্রটি আরও বলেছে যে, আইসিসি কর্মকর্তারা টিম ইন্ডিয়া এশিয়া কাপে অংশগ্রহণ না করলে, আগামী বছরের বিশ্বকাপে পাকিস্তান না খেলার বিষয়ে রামিজের বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখনই কথোপকথনের সময়ে নাকি রামিজ রাজা এ কথাও জানিয়ে দেন, ভারতের পাকিস্তানে খেলতে না আসার কারণে যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়, সেটা তারা হজম করবে না।

সূত্রটির দাবি, ‘রামিজ খুব স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোথাও স্থানান্তরিত করাকে গ্রহণ পাকিস্তান মানবে না। কারণ তারা ইতিমধ্যে আইসিসি ইভেন্টের জন্য পরিকাঠামো নির্মাণ বা সংস্কারের জন্য বড় বিনিয়োগ করতে শুরু করেছে।’

আরও পড়ুন: আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ পাকা শাহিনের, শুরু জোরদার প্রস্তুতিও

সেই সূত্র আরও যোগ করেছেন, ‘রামিজ আইসিসি কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছেন যে, কার্যনির্বাহী বোর্ড, তার মধ্যে ভারতও ছিল, তারাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার পাকিস্তানকে দিয়েছে, তাই টুর্নামেন্টটি কোথায় হবে তা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়।’

২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারত পাকিস্তানে ভ্রমণ করেনি। এবং সেই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলার পর ২০০৯ সালের প্রথম দিকে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করা হয়েছিল।

পাকিস্তান ২০১২ সালে একটি সংক্ষিপ্ত ছয় ম্যাচের সাদা বলের সিরিজের জন্য ভারতে এসেছিস। কিন্তু তার পর থেকে গত ১০ বছরে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট হয়নি। দু'টি দল শুধুমাত্র আইসিসি এবং এসিসি-র বিভিন্ন ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে।

বন্ধ করুন