গত কয়েক মাস ধরেই ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বড়সড় দ্বন্দ্ব লেগেছে। বিশেষ করে ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টে পাকিস্তানের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট পাকিস্তান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পথে উদ্যোগ নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর তাতেই চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এমনকি পাল্টা হিসাবে বিশ্বকাপে ভারতের না যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান।
আরও পড়ুন… ইশানের প্রশংসা করেও, ভারতকে তুলোধনা করলেন ভন
ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্বের মধ্যেই ফের একবার মুখ খুললেন রামিজ রাজা। এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘আমরা সত্যিই ভারতে যেতে চাই না। তবে দুই দেশের সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করি। সমর্থকরা দুই দেশের খেলা দেখতে চায়। তবে বারবার ভারত যেভাবে আমাদের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে এবং দুই দেশের ক্রিকেটীয় মতবিরোধ হচ্ছে তা তিক্ততায় পরিণত হয়েছে।’
আরও পড়ুন… এটা দীর্ঘ সময় ধরে কষ্ট দেবে- পেনাল্টি মিসের ব্যথায় হতাশ ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি মনে করি সব কিছুরই একটা সরকারি নীতি রয়েছে। ওরা এখানে আসবে কি আসবে না সেটা একান্ত তাদের ব্যাপার। এ নিয়ে আমার কোন ধারণা নেই। তবে এশিয়া কাপ সমর্থকদের কাছে অনেক অর্থ বহন করে। এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম। আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর।’
বেশ কিছুদিন আগে এক প্রাক্তন ক্রিকেটার দুই দেশের বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে, ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করা যায়। এবং দুই দেশে গিয়ে যাতে ক্রিকেটাররা সিরিজ খেলতে পারে। প্রাক্তন এই ক্রিকেটারের প্রসঙ্গ টেনে এনে রামিজ রাজা বলেন, ‘আমরা সকলেই চাই ভারত বনাম পাকিস্তান দ্বীপাক্ষিক সিরিজ হোক। কিন্তু কোনও জায়গায় সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। তবে এটাও ঠিক গত কয়েক বছর ধরেই ভারতকে ছাড়াই আমরা বেঁচে আছি। আমি দেখেছি বিশ্ব ক্রিকেটে ভারতের পরেই জনপ্রিয়তার দিক থেকে আমরা দ্বিতীয়। তবে আমি চাই বিনা শর্তে দুই দেশের মধ্যে সিরিজ হোক। এতে ক্রিকেট লাভবান হবে। এবং সেই সঙ্গে সমর্থকরা ও দুই দেশের লড়াই উপভোগ করতে পারবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।