বাংলা নিউজ > ময়দান > পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবেন রামিজ রাজা! প্রাক্তন পাক ক্রিকেটারের বড় দাবি

পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবেন রামিজ রাজা! প্রাক্তন পাক ক্রিকেটারের বড় দাবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা ও পাকিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার তনভীর আহমেদ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার তনভীর আহমেদ। তিনি বলেছেন প্রাক্তন অধিনায়ক দেশের ক্রিকেটকে ধ্বংস করে দেবেন। আসলে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা শুক্রবার আসন্ন বছরের জন্য দেশের ক্রিকেটের বেশ কয়েকটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার তনভীর আহমেদ। তিনি বলেছেন প্রাক্তন অধিনায়ক দেশের ক্রিকেটকে ধ্বংস করে দেবেন। আসলে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা শুক্রবার আসন্ন বছরের জন্য দেশের ক্রিকেটের বেশ কয়েকটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। গত বছর বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে নিজের এবং পাকিস্তান দলের প্রাপ্তিও গুণিয়েছেন তিনি। কিন্তু রামিজ রাজার দাবিতে খুশি নন তনভীর আহমেদ। তার যুক্তি রামিজ রাজা দেশের ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর থেকে নাকি কিছুই উন্নতি হয়নি।

আরও পড়ুন… পিসিবির অভিনব ভাবনা, লাল-সাদা বলের ক্রিকেটে ভিন্ন ভিন্ন কেন্দ্রীয় চুক্তি

পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা তনভীর আমহাদ বলেছেন, রামিজ রাজার নিয়োগের পর তিনি পাকিস্তান ক্রিকেটে উন্নতির আশা করেছিলেন, কিন্তু তিনি হতাশ হয়েছেন। তনভীর আহমেদ নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আপনি কি আমাকে একটি ভালো জিনিস বলতে পারেন যা রামিজ রাজা দায়িত্ব নেওয়ার পরে করেছেন? দল নির্বাচন এবং নিয়োগের মানদণ্ড এখনও পিসিবির মধ্যে যোগ্যতার ভিত্তিতে হয় না। রামিজ রাজা যখন পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন, আমি ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। তিনিও পুরানো সভাপতির মতোই। তিনি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ না করেই সময় ব্যয় করছেন।’

আরও পড়ুন… পিসিবির অভিনব ভাবনা, লাল-সাদা বলের ক্রিকেটে ভিন্ন ভিন্ন কেন্দ্রীয় চুক্তি

রামিজ রাজা প্রসঙ্গে বলতে গিয়ে তনভীর আহমেদ আরও জানান, ‘চেয়ারম্যানের উচিত ছিল জুনিয়র পিএসএল আয়োজন না করে দুই দিন বা তিন দিনের টুর্নামেন্ট আয়োজনের দিকে মনোনিবেশ করা। এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চলেছেন তিনি।’

বন্ধ করুন