টিম ইন্ডিয়া এই সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ টি-টোয়েন্টি সিরিজ জয় জিতেছে। বুধবার সিরিজের শেষ ম্যাচে হার্দিক পাণ্ডিয়া এন্ড কোং সর্বোচ্চ রানে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছে। সঙ্গে সিরিজ পকেটে পুড়েছে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত ৪ উইকেটে ২৩৪ রান করে। আর কিউয়িদের ভারতীয় বোলাররা মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায়। সেই ম্যাচে তারকা ছিলেন শুভমন গিল (অপরাজিত ১২৬) এবং হার্দিক পাণ্ডিয়া (৩০ এবং ৪/১৬)।
টিম ইন্ডিয়া এই বছর টি-টোয়েন্টিতে দলের দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াই খেলেছে। দু'জনকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে তাঁদের না খেলানোর পিছনে শুধু বিশ্রাম নয়, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তাঁদের ছেঁটে ফেলা নিয়েই জল্পনা চলছে। সংক্ষিপ্ততম ফরম্যাটে তাঁদের ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
এর মাঝেই ২৮ বছরের তারকা হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টিতে বেশ ভালো পারফরম্যান্স করছে। পাশাপাশি ভারতীয় বোলাররাও বেশ ভালো পারফরম্যান্স করছে। হার্দিক নিজেও ভালো বল করছেন।
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রমিজ রাজাও ভারতীয় বোলিং আক্রমণে বেশ সন্তুষ্ট। তবে এই ক্ষেত্রেও তিনি পাকিস্তানকে টেনে এনেছেন। ভারতীয় বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন যে, ভারত তাদের বোলিং কাঠামো পাকিস্তানকে নকল করে তৈরি করছে।
রামিজ তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি প্রায়ই অনুভব করি ভারত পাকিস্তানকে দেখেছে এবং তাদের বোলিং আক্রমণকে একই ভাবে তৈরি করেছে। হরিস রাউফের মতো পেস করেছেন উমরান মালিক, শাহিন আফ্রিদির মতো বাঁ-হাতি অ্যাঙ্গেল নিয়ে এসেছেন আর্শদীপ। ওয়াসিম জুনিয়র মিডল ওভারে চিপস ইন করেন এবং হার্দিক পান্ডিয়াও করেন। দু'জনের পেস সমান। শিবম মাভিও একজন ভালো বোলারের ভূমিকা পালন করছেন,’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ভারতের স্পিন বিভাগ পাকিস্তানের চেয়ে একটু ভালো। যখনই আমি উভয় দলকে খেলতে দেখি তখনই পাকিস্তানের কী উন্নতি করতে হবে, তা আমি সব সময়ে বলে থাকি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।