বাংলা নিউজ > ময়দান > লড়াইয়ে টিকতে হলে বৈচিত্র্য দরকার, ভারতের কোন বোলারকে পরামর্শ দিলেন রামিজ রাজা

লড়াইয়ে টিকতে হলে বৈচিত্র্য দরকার, ভারতের কোন বোলারকে পরামর্শ দিলেন রামিজ রাজা

রামিজ রাজা।

ক্রুনাল করোনায় আক্রান্ত হওয়ায়, তাঁর সংস্পর্শে আসার কারণে দলের ৯ জন ক্রিকেটারকেও আইসোলেশন করা হয়েছিল। যার জেরে শেষ দু'টি টি-টোয়েন্টিতে নিয়মিত প্রথম একাদশে খেলেন, এমন বহু ক্রিকেটারই খেলতে পারেননি। আর এটাও টি-টোয়েন্টি সিরিজে ভারতের ব্যর্থতার অন্যতম বড় কারণ বলে মনে করেন রামিজ রাজা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শিখর ধাওয়ানের ভারত শুরুটা খারাপ করেনি। কিন্তু শেষ দু'টি টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎ করেই তারা মুখ থুবড়ে পড়েছে। আর তার একটা বড় কারণ নিঃসন্দেহে ক্রুনাল পাণ্ডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। 

ক্রুনালের সঙ্গে দলের ৯ জন ক্রিকেটারকেও আইসোলেশন করা হয়েছিল। যার জেরে শেষ দু'টি টি-টোয়েন্টিতে নিয়মিত প্রথম একাদশে খেলেন, এমন বহু ক্রিকেটারই খেলতে পারেননি। মূলত অনভিজ্ঞ দল নিয়েই খেলার কারণে ভারতকে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার রামিজ রাজা।

রামিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারতে কিন্তু প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। কিন্তু এ বার তাদের দলে অনভিজ্ঞ ক্রিকেটারই বেশি ছিল। পাশাপাশি পরিস্থিতিও খুব কঠিন হয়ে উঠেছিল। করোনার কারণে তাঁদের নিয়মিত প্লেয়াররা খেলতে পারেননি। যার মধ্যে কিছু ম্যাচ উইনার প্লেয়ারও ছিলেন।’

রামিজ রাজা আরও বলেছেন, ‘এমন কী ভারতীয় ব্যাটসম্যানরাও স্পিনটা ভাল খেলতে পারেননি। যেটা কিন্তু যথেষ্ঠ চিন্তার কারণ। সাধারণত ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে থাকেন। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তাঁরা সেটা করতে পারেনি।’

পাশাপাশি তিনি বরুণ চক্রবর্তীর বোলিং নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি রাহুল চাহারে পারফরম্যান্সে খুশি, সে কথাও জানিয়েছেন। রামিজ রাজা বলেছেন, ‘যদি বোলিং-এর দিকে তাকানো যায় যায়, তবে রাহুল চাহার সেরা ছিলেন। বরুণ চক্রবর্তীকে আরও বৈচিত্র্য আনতে হবে। ও পুরো সময়ে একই জায়গায় বল ফেলে গিয়েছে। এই পিচে ওর আরও ভাল বল করা উচিত ছিল।’

বন্ধ করুন