বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি, বাংলা দলে এক সুদীপের অভাব ঢেকেছেন অন্য সুদীপ

Ranji Trophy: ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি, বাংলা দলে এক সুদীপের অভাব ঢেকেছেন অন্য সুদীপ

সুদীপ ঘরামি। ছবি- সিএবি।

Bengal Ranji Team: চলতি রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে অভিমন্যু-অনুষ্টুপের সঙ্গে টক্কর দিচ্ছেন সুদীপ ঘরামি, চোখ রাখুন পরিসংখ্যানে।

ঋদ্ধিমান সাহার পাশাপাশি বাংলা ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন আরও দুই তারকা ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায় ও শ্রীবৎস গোস্বামী। শ্রীবৎস শেষদিকে বাংলার হয়ে নিয়মিত ছিলেন না। তবে ঋদ্ধি-সুদীপের বাংলা ছেড়ে যাওয়া নিতে বিস্তর চর্চা হয়। যদিও বাংলা দলে এই মুহূর্তে দুই তারকার অভাব অনুভূত হচ্ছে না মোটেও।

উইকেটের পিছনে অভিষেক পোড়েল নজর কেড়েছেন। প্রয়োজন মতো ব্যাট হাতেও দলের পারফর্ম্যান্সে অবদান রাখছেন তিনি। অন্যদিকে সুদীপ চট্টোপাধ্যায়ের অভাব দারুণভাবে ঢেকে দিয়েছেন আর এক সুদীপ। চলতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন সুদীপ ঘরামি। অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছেন ঘরামি।

এবারের রঞ্জি ট্রফিতে বাংলার যে তিনজন ব্যাটসম্যান ইতিমধ্যে ৭০০ রানের গণ্ডি টপকেছেন, তাঁদের মধ্যে একজন হলেন সুদীপ। তিনি সেমিফাইনাল মিলিয়ে রঞ্জির ৯টি ম্যাচে ইতিমধ্যেই ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। দলের হয়ে সব থেকে বেশি ৮ বার ব্যক্তিগত পঞ্চাশ রানের গণ্ডি টপকেছেন ঘরামি। সাকুল্যে ৭৪৮ রান সংগ্রহ করেছেন সুদীপ, যা দলের হয়ে এখনও পর্যন্ত (সেমিফাইনালের প্রথম ইনিংসের পরে) দ্বিতীয় সর্বোচ্চ। কেবল অভিমন্যু ঈশ্বরন তাঁর থেকে বেশি ৭৬৫ রান করেছেন।

আরও পড়ুন:- ILT20: ফুলটস বলে বোল্ড, ব্র্যাভোর চালাকিতে মাঠ ছাড়তে হল ব্যাটসম্যানকে- ভিডিয়ো

চলতি রঞ্জি ট্রফিতে সুদীপ ঘরামিত ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম উত্তরপ্রদেশ: ০ ও ২২ রান
২. বনাম হিমাচলপ্রদেশ: ৫ ও ১০১ রান
৩. বনাম নাগাল্যান্ড: ১০৪ রান
৪. বনাম উত্তরাখণ্ড: ৯০ ও ৭২ রান
৫. বনাম বরোদা: ৩ ও অপরাজিত ৭৬ রান
৬. বনাম হরিয়ানা: ১০ রান
৭. বনাম ওড়িশা: ৯ ও ৫০ রান
৮. বনাম ঝাড়খণ্ড: ৬৮ ও অপরাজিত ২৬ রান
৯. বনাম মধ্যপ্রদেশ: ১১২ (দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট করেননি)

আরও পড়ুন:- শুক্রবার শুরু মেয়েদের T20 বিশ্বকাপ, ভারত-পাকিস্তান ব্লকবাস্টার লড়াই কবে? চোখ রাখুন গ্রুপ, সূচি ও স্কোয়াডে

চলতি রঞ্জি ট্রফিতে বাংলার সেরা তিন ব্যাটসম্যান:-
১. অভিমন্যু ঈশ্বরন: ৭ ম্যাচের ১১ ইনিংসে ৭৬৫ রান। গড়- ৮৫.০০, শতরান-৩টি, অর্ধশতরান-৩টি।

২. সুদীপ ঘরামি: ৯ ম্যাচের ১৫ ইনিংসে ৭৪৮ রান। গড়- ৫৭.৫৩, শতরান-৩টি, অর্ধশতরান-৫টি।

৩. অনুষ্টুপ মজুমদার: ৯ ম্যাচের ১২ ইনিংসে ৭১০ রান। গড়- ৬৪.৫৪, শতরান-৩টি, অর্ধশতরান-২টি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে অগ্নিবীরদের স্থায়ী চাকরির গ্যারান্টি সহ হরিয়ানার ভোটে BJPর ইস্তাহারে আর কী কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.