বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy 2022-23: দিল্লির হয়ে অপরাজিত ২৫২ করে রেকর্ড গড়লেন ধ্রুব শোরে, সস্তায় আউট রিয়ান পরাগ

Ranji Trophy 2022-23: দিল্লির হয়ে অপরাজিত ২৫২ করে রেকর্ড গড়লেন ধ্রুব শোরে, সস্তায় আউট রিয়ান পরাগ

ধ্রুব শোরে।

প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে কোনও টিমের হয়ে শুরু থেকে পুরো ইনিংস খেলার পাশাপাশি অপরাজিত থেকে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় নাম লেখালেন ধ্রুব। ধ্রুব এই তালিকায় তিনে রয়েছেন। তিনি অসমের বিরুদ্ধে ৩১৫ বলে অপরাজিত ২৫২ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে দু'টি ছক্কা এবং ৩৪টি চার।

একাই আড়াইশোর উপর রান করলেন। দিল্লিকে নিয়ে গেলেন ভদ্রস্থ জায়গায়। ধ্রুব শোরের কাঁধে ভর করে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে দিল্লি ৪৩৯ রানের স্কোর করল। সেই সঙ্গে ধ্রুব নাম লেখালেন অনন্য নজিরের তালিকায়।

প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে কোনও টিমের হয়ে শুরু থেকে পুরো ইনিংস খেলার পাশাপাশি অপরাজিত থেকে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় নাম লেখালেন ধ্রুব। ধ্রুব এই তালিকায় তিনে রয়েছেন। তিনি অসমের বিরুদ্ধে ৩১৫ বলে অপরাজিত ২৫২ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে দু'টি ছক্কা এবং ৩৪টি চার।

বাংলা বনাম হিমাচলপ্রদেশের লাইভ স্কোর আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/beng-vs-hp-ranji-trophy-live-score-all-updates-of-bengal-vs-himachal-pradesh-day-two-at-eden-gardens-kolkata-31671590916554.html

এই তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাটের সামিত গোহেল। তিনি ওড়িশার বিরুদ্ধে ২০১৬ সালের রঞ্জিতে পুরো একটি ইনিংস খেলে অপরাজিত ৩৫৯ রান করেছিলেন। আর দুইয়ে রয়েছেন সুধীর তন্না। ১৯৯১ সালে বরোদার বিরুদ্ধে সৌরাষ্ট্রের সুধীর অপরাজিত ২৫৩ রান করেছিলেন। তিনিও শুরু থেকে পুরো ইনিংসই খেলেছিলেন। সুধীরের রেকর্ডই ২০১৬ সালে ভেঙে দেন সামিত। আর সামিত, সুধীরদের তালিকায় এ বার নাম লেখালেন ধ্রুব।

ধ্রুবর ২৫২ রান বাদ দিলে দিল্লির বাকিরা কেউ সে ভাবে বড় স্কোর করতেই পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বৈভব রাওয়াল। তাঁর সংগ্রহ ৪৩। এ ছাড়া অসম অতিরিক্ত রান দিয়েছে ৩০। এটা তৃতীয় সর্বোচ্চ। এর বাইরে হৃতিক শোকিন করেছেন ২৯ রান। ১১ নম্বরে ব্যাট করতে নেমে হর্ষিত রানা ২৪ রান করেছেন। ২২ করে রান করেছেন অধিনায়ক যশ ধুল এবং বিকাশ মিশ্র। সমরজিৎ সিং ১২ রান করেছেন। বাকিরা দুই অঙ্কের গণ্ডিও স্পর্শ করেননি। এ দিন প্রকৃত অর্থে দিল্লির মান রাখার পাশাপাশি তাদের ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন ধ্রুবই। যে কারণে প্রথম ইনিসং ৪৩৯ কান স্কোর কার্ডে যোগ করতে পেরেছে দিল্লি।

আরও পড়ুন: চাপের মুখে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস, অনুষ্টুপ ফেরালেন ২০২০-র ইতিহাস

অসমের হয়ে ৩ করে উইকেট নিয়েছেন মৃন্ময় দত্ত এবং সিদ্ধার্থ শর্মা। আকাশ সেনগুপ্ত নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মুক্তার হোসেন এবং রিয়ান পরাগ।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে থাকে অসম। আইপিএল তারকা রিয়ান পরাগ চূড়ান্ত ব্যর্থ হন। তিনি ১৪ বলে মাত্র ১০ রান করে এলবিডব্লিই হয়ে সাজঘরে ফেরেন। এ ছাড়া অসমের অধিনায়ক কুনাল সাইকিয়া ৩৮ বলে মাত্র ১২ রান করে আউট হন। শিবশঙ্কর রায় ৫ বল খেলে ০ রান করেন। রাহুল হাজারিকা ৫ বলে ৪ রান করে রিটায়ার্ড হার্ট হন। স্বাভাবিক ভাবেই মারাত্মক চাপে অসম। দিল্লির প্রাণশু বিজয়রন ২টি এবং হর্ষিত রানা ১টি উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.