রঞ্জি ট্রফির প্রথম তিনটি ম্য়াচের মধ্যে ২টিতে সরাসরি জয় তুলে নেয় বাংলা। একটি ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে তারা। মনোজ তিওয়ারিরা একটি ম্যাচ ইনিংসের ব্যবধানে জিতে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন। ড্র করা ম্যাচটিতে প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে থাকায় বাংলার ঘরে ঢোকে ৩ পয়েন্ট।
সুতরাং, প্রথম তিনটি ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ করে বাংলা। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের এক নম্বরে নেই। তিন ম্যাচের সবগুলি জিতে উত্তরখাণ্ড রয়েছে লিগ টেবিলের মগডালে। তরাও একটি ম্যাচে বোনা-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করেছে।
এলিট-এ গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. উত্তরাখণ্ড: ম্যাচ-৩, জয়-৩, ড্র-০, হার-০, পয়েন্ট-১৯
২. বাংলা: ম্যাচ-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-১৬
৩. বরোদা: ম্যাচ-৩, জয়-৩, ড্র-২, হার-০, পয়েন্ট-১২
৪. হিমাচলপ্রদেশ: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৮
৫. উত্তরপ্রদেশ: ম্যাচ-৩, জয়-১, ড্র-০, হার-২, পয়েন্ট-৭
৬. ওড়িশা: ম্যাচ-৩, জয়-০, ড্র-২, হার-১, পয়েন্ট-৪
৭. হরিয়ানা: ম্যাচ-৩, জয়-০, ড্র-২, হার-১, পয়েন্ট-২
৮. নাগাল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, ড্র-০, হার-৩, পয়েন্ট-০
রঞ্জির পয়েন্ট সিস্টেম:-
১. সরাসরি জিতলে ৬ পয়েন্ট। হেরে যাওয়া দল কোনও পয়েন্ট পাবে না।
২. ইনিংসের ব্যবধানে বা ১০ উইকেটে ম্যাচ জিতলে ৭ পয়েন্ট। যথারীতি হেরে যাওয়া দল পয়েন্ট পাবে না।
৩. ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল পাবে ৩ পয়েন্ট এবং অপর দল পাবে ১ পয়েন্ট।
৪. প্রথম ইনিংস টাই হলে ড্র হওয়া ম্যাচে উভয় দল ১ পয়েন্ট করে পাবে।
৫. দুই ইনিংসই টাই হলে উভয় দল ৩ পয়েন্ট করে সংগ্রহ করবে।
ক'টি দল নক-আউটে যাবে:-
রঞ্জির চারটি এলিট গ্রুপ থেকে প্রথম ২টি করে দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। সুতরাং, নক-আউটে উঠতে হলে বাংলাকে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকতেই হবে।
বাংলার প্রথম তিনটি ম্যাচের ফলাফল:-
১. উত্তরপ্রদেশকে প্রথম ম্যাচ ৬ উইকেটে পরাজিত করে ৬ পয়েন্ট ঘরে তোলে বাংলা।
২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেন মনোজরা।
৩. নাগাল্যান্ডকে এক ইনিংস ও ১৬১ রানে পরাজিত করে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলা।
বাংলার পরবর্তী ম্যাচগুলির সূচি:-
৪. বনাম উত্তরাখণ্ড: ৩-৬ জানুয়ারি
৫. বনাম বরোদা: ১০-১৩ জানুয়ারি
৬. বনাম হরিয়ানা: ১৭-২০ জানুয়ারি
৭. বনাম ওড়িশা: ২৪-২৭ জানুয়ারি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।