বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Final: ৯০০ রানের গণ্ডি টপকে রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় অর্পিত

Ranji Trophy Final: ৯০০ রানের গণ্ডি টপকে রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় অর্পিত

অর্পিত বাসবদা। ছবি- পিটিআই।

Bengal vs Saurashtra Ranji Trophy Final: ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৮১ রান করেন বাসবদা।

সারা রঞ্জি মরশুমে ধারাবাহিকভাবে রান করার পুরস্কার পেলেন অর্পিত বাসবদা। ৯০০-র বেশি রান করে এবারের রঞ্জি ট্রফির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন সৌরাষ্ট্রের তারকা ব্যাটসম্যান।

২০২২-২৩ মরশুমের রঞ্জি ট্রফিতে বাসবদা ১০টি ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করতে নামেন। তিনি ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেন। অর্পিত ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ২০২ রানের, যা তিনি কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে উপহার দেন। উল্লেখযোগ্য বিষয় হল, জয়দেব উনাদকাটের অনুপস্থিতিতে সোরাষ্ট্রকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন অর্পিত।

সৌরাষ্ট্রের হয়ে সব থেকে বেশি রান করা ছাড়াও এবারের রঞ্জি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন অর্পিত। তাঁর থেকে বেশি রান সংগ্রহ করেছেন কেবল কর্ণাটক দলনায়ক মায়াঙ্ক আগরওয়াল। এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি ৯৯০ রান করেন মায়াঙ্ক। ৯টি ম্যাচের ১৩টি ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৮২.৫০ গড়ে রান সংগ্রহ করেন মায়াঙ্ক। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন।

আরও পড়ুন:- Women's T20 World Cup: ইংল্যান্ডের কাছে হেরে কঠিন হল রাস্তা, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে ভারত?

সেমিফাইনালে ডাবল সেঞ্চুরি করা ছাড়াও ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৮১ রান করেন বাসবদা। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি। সৌরাষ্ট্র ৯ উইকেটে ফাইনাল জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি অর্পিতের।

উল্লেখ্য, ইডেনের ফাইনালে বাংলাকে একতরফাভাবে পরাজিত করে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে বাংলা ১৭৪ রানে অল-আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং তারা ২৪১ রান তুলে অল-আউট হয়ে যায়। শেষ ইনিংসে ২ উইকেটে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায় সৌরাষ্ট্র।

আরও পড়ুন:- NZ vs ENG: কিউয়িদের দুমড়ে দিলেন ব্রড-অ্যান্ডারসন, নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছরে প্রথম টেস্ট জয় ইংল্যান্ডের

এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করা ৫ ব্যাটসম্যান:-
১. মায়াঙ্ক আগরওয়াল: ৯৯০
২. অর্পিত বাসবদা: ৯০৭
৩. অনুষ্টুপ মজুমদার: ৮৬৭
৪. ধ্রুব শোরে: ৮৫৯
৫. সচিন বাবি: ৮৩০

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন