সারা রঞ্জি মরশুমে ধারাবাহিকভাবে রান করার পুরস্কার পেলেন অর্পিত বাসবদা। ৯০০-র বেশি রান করে এবারের রঞ্জি ট্রফির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন সৌরাষ্ট্রের তারকা ব্যাটসম্যান।
২০২২-২৩ মরশুমের রঞ্জি ট্রফিতে বাসবদা ১০টি ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করতে নামেন। তিনি ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেন। অর্পিত ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ২০২ রানের, যা তিনি কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে উপহার দেন। উল্লেখযোগ্য বিষয় হল, জয়দেব উনাদকাটের অনুপস্থিতিতে সোরাষ্ট্রকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন অর্পিত।
সৌরাষ্ট্রের হয়ে সব থেকে বেশি রান করা ছাড়াও এবারের রঞ্জি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন অর্পিত। তাঁর থেকে বেশি রান সংগ্রহ করেছেন কেবল কর্ণাটক দলনায়ক মায়াঙ্ক আগরওয়াল। এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি ৯৯০ রান করেন মায়াঙ্ক। ৯টি ম্যাচের ১৩টি ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। ৮২.৫০ গড়ে রান সংগ্রহ করেন মায়াঙ্ক। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন।
সেমিফাইনালে ডাবল সেঞ্চুরি করা ছাড়াও ইডেনে বাংলার বিরুদ্ধে রঞ্জি ফাইনালের প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৮১ রান করেন বাসবদা। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি। সৌরাষ্ট্র ৯ উইকেটে ফাইনাল জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি অর্পিতের।
উল্লেখ্য, ইডেনের ফাইনালে বাংলাকে একতরফাভাবে পরাজিত করে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে বাংলা ১৭৪ রানে অল-আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে। ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং তারা ২৪১ রান তুলে অল-আউট হয়ে যায়। শেষ ইনিংসে ২ উইকেটে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায় সৌরাষ্ট্র।
এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করা ৫ ব্যাটসম্যান:-
১. মায়াঙ্ক আগরওয়াল: ৯৯০
২. অর্পিত বাসবদা: ৯০৭
৩. অনুষ্টুপ মজুমদার: ৮৬৭
৪. ধ্রুব শোরে: ৮৫৯
৫. সচিন বাবি: ৮৩০
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।