রঞ্জি ট্রফির শুরু থেকে বাংলার বোলাররা অত্যন্ত ধারাবাহিক। তবে গ্রুপ লিগে বাংলার ব্যাটিংয়ে চোখে পড়ছিল বিস্তর ফাঁক-ফোকর। নক-আউটের আগে বাংলা শিবিরে দুশ্চিন্তা ছিল ব্যাটিং নিয়েই, কোয়ার্টার ফাইনালের শেষে যা কেটে যায় পুরোপুরি। বরং বাংলার ব্যাটিং এখন প্রতিপক্ষ দলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঝাড়খণ্ডকে টপকে রঞ্জির সেমিফাইনালে ওঠার পরে স্বাভাবিকভাবেই দলের ব্যাটিং নিয়ে তৃপ্ত শোনায় বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকে। সেটাই অবশ্য স্বাভাবিক। এক ইনিংসে দলের ৯ জন ব্যাটসম্যান ৫০-এর গণ্ডি টপকে বিশ্বরেকর্ড গড়লে ক্যাপ্টেন খুশি হবেন না তো কে হবেন?
ইশ্বরন নিজেও হাফ-সেঞ্চুরি করেছেন। তবে তাঁর মুখে আলাদা করে শোনা গেল মনোজ তিওয়ারির নাম। সেই সঙ্গে দলের দুই অল-রাউন্ডারেরও প্রশংসা করতে ভুললেন না অভিমন্যু।
কোয়ার্টারের হার্ডল টপকে ঈশ্বরন বলেন, ‘সেমিফাইনালে উঠে সত্যিই দারুণ লাগছে। দল ভালো ছন্দে রয়েছে। আমরা ব্যাটিংয়ে জোর দিয়েছিলাম, নক-আউটে সেই পরিশ্রমের ফল পাচ্ছি। ঘরামি প্রথম ইনিংসে দারুণ ব্যাট করে। মনোজ ভাইয়া প্রথম ইনিংসে তো বটেই দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করে।’
আরও পড়ুন:- Ranji Trophy: ম্যাচ জিতেও ঔদ্ধত্য নেই, ক্রিকেটপ্রেমীদের মন কাড়ল বাংলার আচরণ
পরক্ষণেই অভিমন্যু বলেন, ‘সায়ন ও শাহবাজ অসাধারণ পারফর্ম করল। ওরা সঠিক সময়ে সেরা ছন্দ খুঁজে পেয়েছে। দলে এদের মতো দু’জন অল-রাউন্ডার পেলে ক্যাপ্টেনের খুশি হওয়াই স্বাভাবিক। আশা করি ওরা এমন ফর্ম জারি রাখবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।