বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: বিশ্বরেকর্ড ধাতে সইল না, রানের এভারেস্ট থেকে ফের খাদে নামল বাংলার ব্যাটিং

Ranji Trophy: বিশ্বরেকর্ড ধাতে সইল না, রানের এভারেস্ট থেকে ফের খাদে নামল বাংলার ব্যাটিং

মনোজ তিওয়ারি। ছবি- স্ক্রিনগ্র্যাব।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করার পরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল ঈশ্বরনদের নিয়ে, সেমিফাইনালে তা পূরণ করতে পারেননি তাঁরা। 

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিশ্বরেকর্ড গড়ার রেশ স্থায়ী হল না বাংলা শিবিরে। রানের এভারেস্টে চড়ার পরেই ফের খাদে নেমে গেল বাংলার ব্যাটিং পারফর্ম্যান্স।

চলতি রঞ্জি অভিযানে ব্যক্তিগতভাবে বাংলার বেশ কয়কজন ক্রিকেটার ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। তবে কোয়ার্টার ফাইনাল ছাড়া বাংলার দলগত ব্যাটিং আহামরি হয়নি। বোলাররা প্রতি ম্যাচেই নিজেদের ছাপিয়ে যাওয়ায় একের পর এক জয় তুলে নিতে অসুবিধা হয়নি ঈশ্বরনদের। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে পরিস্থিতি নিতান্তই প্রতিকূল অভিমন্যুদের সামনে। মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে বাংলা অল-আউট হয়ে যায় ২৭৩ রানে।

রঞ্জির গ্রুপ লিগে বাংলার দলগত ব্যাটিং পারফর্ম্যান্স:-

প্রতিপক্ষবাংলার প্রথম ইনিংসবাংলার দ্বিতীয় ইনিংস
বরোদা৮৮৩৫০/৬
হায়দরাবাদ২৪২২০১
চণ্ডীগড়৪৩৭১৮১/৮ ডিক্লেয়ার

সুতরাং, গ্রুপ লিগের ৬টি ইনিংসের মধ্যে বাংলা একবার মাত্র ৪০০ রানের গণ্ডি টপকায়। ১০০-র কমে অল-আউট হয় একবার।

আরও পড়ুন:- Ranji Trophy Live-জোড়া সেঞ্চুরি বাংলার কিন্তু ম্যাচের রাশ মধ্যপ্রদেশের হাতে

রঞ্জির কোয়ার্টার ফাইনালে বাংলার দলগত ব্যাটিং পারফর্ম্যান্স:-

প্রতিপক্ষবাংলার প্রথম ইনিংসবাংলার দ্বিতীয় ইনিংস
ঝাড়খণ্ড৭৭৩/৭ ডিক্লেয়ার৩১৮/৭ ডিক্লেয়ার

আরও পড়ুন:- Ranji Trophy Semifinal: ৫৪ বল খেলে প্রথম রান, স্লো ব্যাটিংয়ে পূজারার নজির ছুঁলেন যশস্বী, খাতা খুলেই ব্যাট তুললেন জসওয়াল

সেমিফাইনালের প্রথম ইনিংসের পরে বাংলার সেরা পাঁচজন ব্যাটসম্যানের পরিসংখ্যানে চোখ রাখা যাক:-

ব্যাটসম্যানম্যাচইনিংসরানগড়সেঞ্চুরিহাফ-সেঞ্চুরি
শাহবাজ আহমেদ৪৬০৫৭.৫০
মনোজ তিওয়ারি৪২৬৪৭.৩৩
অনুষ্টুপ মজুমদার৪০১৪৪.৫৫
অভিমন্যু ঈশ্বরন৩৩৫৩৭.২২
অভিষেক পোড়েল২৯৬৩৭.০০

সুতরাং, ৯টি ইনিংসের মধ্যে মনোজ ও শাহবাজ চারবার করে ৫০ রানের গণ্ডি টপকেছেন। ঈশ্বরন ও অভিষেক ৩ বার করে ৫০ পার করেছেন।

বন্ধ করুন