বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চমকপ্রদ কিছু করে দেখাতে পারেননি মনোজ তিওয়ার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন বাংলার সিনিয়র তারকা। পরে দ্বিতীয় ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৩৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। বাংলার জয়ে যদিও কার্যকরী ভূমিকা নেয় মনোজের ইনিংসটি।
এবার হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ফের ব্যর্থ হলেন মনোজ। তিনি ১৩ বল খেলে মাত্র ২ রানে আউট হন। তনয় ত্যাগরাজনের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন মন্ত্রীমশাই।
বড় রানের ইঙ্গিত দিয়েও উইকেট খুইয়ে বসেন বাংলার আরও এক নির্ভরযোগ্য তারকা অনুষ্টুপ মজুমদার। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ২৯ রান করে রবি তেজার বলে এলবিডব্লিউ হন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার সুদীপ ঘরামি ও অভিমন্যু ঈশ্বরন। সুদীপ ২৮ বলে ১৪ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ঈশ্বরন।
ঋত্ত্বিক রায়চৌধুরী ৩৩ ও সায়ন শেখর মণ্ডল ৩৪ রান করে মাঠ ছাড়েন। শাহবাজ আহমেদ চায়ের বিরতির পরে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪০ রানের মাথায়। আগ্রাসী মেজাজে ব্যাট করেন অভিষেক পোড়েল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।