বাংলাকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তুলে কোচ অরুণ লালের কাছ থেকে মনোজ তিওয়ারিদের পুরস্কার একদিনের ছুটি। শনিবার অনুশীলনে ছাড় পেলেও রবিবার থেকে সেমিফাইনালের প্রস্তুতি নেমে পড়তে হবে বাংলার ক্রিকেটারদের।
বেঙ্গালুরুর পিচ ও পরিবেশের সঙ্গে সড়গড় হয়ে ওঠার লক্ষ্যে বাংলা দল নক-আউট শুরুর দিন দশেক আগেই পৌঁছে যায় সেখানে। তার পর থেকে টানা অনুশীলন ছাড়াও প্র্যাকটিস ম্যাচও খেলেন অভিমন্যু ইশ্বরনরা। এমনকি কোয়ার্টার ফাইনালের আগের দিনেও অনুশীলনে পুরোপুরি ছুটি মেলেনি। অরুণ লাল সেদিন অপশনাল প্র্যাকটিস রেখেছিলেন, যেখানে কেউ ইচ্ছা করলে মাঠে নাও নামতে পারতেন।
আরও পড়ুন:- Ranji Trophy: পড়শি ঝাড়খণ্ডকে দুরমুশ করে টানা দ্বিতীয়বার রঞ্জির সেমিতে বাংলা
অবশেষে ঝাড়খণ্ডের বাধা টপকে বাংলা সেমিফাইনালে ওঠার পরে কোচ একদিনের ছুটি দিলেন বাংলার ক্রিকেটারদের। বোঝাই যাচ্ছে, রঞ্জির খেতাব জয়ের লক্ষ্যে কতটা মরিয়া বাংলা।
দল সেমিফাইনালে ওঠার পরে বাংলা কোচ অরুণ লাল বলেন, 'দলের পারফর্ম্যান্সে ভীষণ খুশি। ভালো লাগা রয়েছে, তবে আমাদের আসল লক্ষ্য হল ট্রফি জয়। আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়েছি মাত্র। ছেলেরা একদিনের ছুটি পাচ্ছে। কাল (শনিবার) বিশ্রাম নিয়ে পরশুদিন (রবিবার) থেকে আমরা ফের অনুশীলন শুরু করব।
উল্লেখ্য, ১৪ জুন অর্থাৎ মঙ্গলবার থেকে আলুরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মাঠে নামবে বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।