শুভব্রত মুখার্জি: রেলওয়েজের হয়ে চলতি রঞ্জি ট্রফিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন কর্ণ শর্মা। বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে ৩৮ রান দিয়ে বিপক্ষের আট ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেন তিনি। তবে কর্ণ শর্মা আট উইকেট নিলেও এদিন বিদর্ভ ২১৩ রান করতে সমর্থ হয়। এ দিন বিদর্ভের হয়ে ব্যাট হাতে অসাধারণ শতরান উপহার দেন ফাইজ ফয়সাল। এদিন তাঁর শতরানে ভর করেই বিদর্ভ সম্মানজনক জায়গায় পৌঁছায়।
আরও পড়ুন… ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে সামনে এল বড় আপডেট! এবার কী করবেন CR7?
গ্রুপ-ডি'র ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল রেলওয়ে এবং বিদর্ভ। বিদর্ভের হয়ে এদিন অধিনায়ক ফয়সাল ২১৯ বল খেলে ১১২ রান করেন। তিনি একদিকে উইকেট আগলে রাখলেও অন্যদিকের ব্যাটাররা উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। এদিন বিদর্ভ অধিনায়ক ফয়সাল সহ মোট আটটি উইকেট নেন কর্ণ শর্মা। ফয়সাল তাঁর ইনিংসে মোট ১২টি চার হাঁকান। তাঁকে যোগ্য সঙ্গত দেন অথর্ব তাইদে। তিনি ৪৩ রান করেন। সঞ্জয় রঘুনাথ ১৮ রান করেন। এছাড়া আর কোন বিদর্ভ ব্যাটার দুই অঙ্কের রানে পোঁছাতে পারেননি। ৩৫ বছর বয়সি প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার কর্ণের স্পিনের সামনে এদিন দিশেহারা দেখায় বিদর্ভের ব্যাটারদের।
দিনের শেষে ৬.১ ওভারে ১ উইকেটে ২২ রান করেছে রেলওয়ে। গ্রুপ-ডি'র অন্য ম্যাচে মোহালিতে চন্ডীগড় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন পঞ্জাব ব্যাটারদের। প্রথমদিন শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৩৬৩। পঞ্জাবের হয়ে ওপেনার প্রভসিমরান সিং ২০২ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন। এর পাশাপাশি অভিষেক শর্মা ও এদিন শতরান করেছেন। আগরতলাতে অন্য ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ২৭১ রানে অলআউট হয়ে যায় গুজরাট দল। প্রিয়ঙ্ক পাঞ্চাল ১১১ রান করেন। দিন শেষে ত্রিপুরার রান বিনা উইকেটে এক। অন্যদিকে জম্মুতে মধ্যপ্রদেশে দিন শেষে ২৫১ রান করেছে ৬ উইকেটের বিনিময়ে।