চলতি রঞ্জি ট্রফির তিনটি কোয়ার্টার ফাইনালের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লড়াই জারি রয়েছে বাংলা বনাম ঝাড়খণ্ড ম্যাচের। যদিও সেই ম্যাচেরও ভবিতব্যও নির্ধারিত হয়ে গিয়েছে বলা যায়।
প্রথম ইনিংসের নিরিখে ৪৭৫ রানের বিশাল ব্যাবধানে এগিয়ে থেকে পুনরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলা। হাতে রয়েছে একটি মাত্র দিন। সুতরাং, চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়লেও বাংলার ম্যাচ হারার কোনও সম্ভাবনা নেই। একদিনে ৫০০-র বেশি রান তুলে ম্যাচ জেতা সম্ভব হবে না ঝাড়খণ্ডের পক্ষে।
সুতরাং বাংলার সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত। এই অবস্থায় দেখে নেওয়া যাক সেমিফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে।
আরও পড়ুন:- কাঙ্খিত শতরান বিরাটের, যদিও টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল তাঁর দলের
সূচি অনুযায়ী প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাওয়া দল শেষ চারের লড়াইয়ে নামবে চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিরুদ্ধে। সেই নিরিখে বাংলার সেমিফাইনালের প্রতিপক্ষ হবে মধ্যপ্রদেশ। অপর সেমিফাইনালে মুম্বই লড়াই চালাবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে।
১৪ জুন থেকে শুরু হবে সেমিফাইনাল ম্যাচদু'টি। বংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ খেলা হবে আলুরে। মুম্বই বনাম উত্তরপ্রদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে।
রঞ্জির সেমিফাইনালের সূচি (১৪-১৮ জুন):-
১. প্রথম সেমিফাইনাল: বাংলা (সম্ভাব্য) বনাম মধ্যপ্রদেশ (কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ড-৩, আলুর)।
২. দ্বিতীয় সেমিফাইনাল: মুম্বই বনাম উত্তরপ্রদেশ (জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, বেঙ্গালুরু)।
ফাইনাল (২২-২৬ জুন):- প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী (এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।