ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন যশ ধুলের সঙ্গে একই দিনে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় যুব বিশ্বকাপ ফাইনালের নায়ক রাজ বাওয়ার। যশ রঞ্জি অভিষেকেই দুর্দান্ত শতরান করেন। অন্যদিকে রাজ বাওয়া রঞ্জি অভিষেকে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন।
কটকে রঞ্জির এলিট বি-গ্রুপের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামে চণ্ডীগড়। টস হেরে হায়দরাবাদ শুরুতে ব্যাট করতে নামে। চণ্ডীগড়ের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় রাজ বাওয়ার। তিনি ইনিংসের ১৫তম ওভারে প্রথমবার বল করতে আসেন। প্রথম বলেই তিনি তুলে নেন হায়দরাবাদ ওপেনার তন্ময় আগরওয়ালের উইকেট। উইকেটকিপার অর্জিত পান্নুর হাতে ধরা পড়েন তন্ময়।
রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার নজির বেশ কয়েকজন বোলারের রয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন রাজের নাম। শেষবার রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন রাজস্থানের যশ কোঠারি। তিনি ২০২০ সালের ৪ জানুয়ারি জয়পুরে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করেন।
সৌরাষ্ট্রের উদয় যোশি (১৯৬৫), পঞ্জাবের রবীন্দ্র চাঢা (১৯৬৭), বাংলার রাজু মুখোপাধ্যায় (১৯৭৩), তামিলনাড়ুর টিএ শেখরদের (১৯৮০) সঙ্গে একাসনে বসে পড়েন রাজ। অতীতের এই তারকারাও রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন।
রাজ পরে হায়দরাবাদের অপর ওপেনার অক্ষত রেড্ডির উইকেটটিও তুলে নেন। তাঁকেও উইকেটকিপার পান্নুর দস্তানায় ধরা দিতে বাধ্য করেন বাওয়া। উল্লেখ্য, রাজকে এবার আইপিএলের মেগা নিলামে ২ কোটি টাকার বিনিময়ে দলে নেয় পঞ্জাব কিংস।