ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের চারজন তারকার প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতেখড়ি হয়ে রঞ্জি ট্রফিতে। প্রথম রাউন্ডের রঞ্জি ম্যাচে তাঁরা কেমন পারফর্ম্যান্স উপহার দিলেন, দেখে নিন।
1/4যশ ধুল: ক্যাপ্টেন হিসেবে ভারতকে যুব বিশ্বকাপের ট্রফি এনে দেওয়া যশ ধুলের রঞ্জি অভিষেক হয় তামিলনাড়ু বিরুদ্ধে। গুয়াহাটিতে এলিট এইচ-গ্রুপের ম্যাচে দিল্লির হয়ে প্রথম ইনিংসে যশ ১১৩ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তিনি ১১৩ রানে অপরাজিত থাকেন। রঞ্জি অভিষেকেই দুই ইনিংসে সেঞ্চুরি করে দুর্দান্ত নজির গড়েন যশ। দিল্লি প্রথম ইনিংসে পিছিয়ে পড়ায় ড্র ম্যাচে তাদের ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ৩ পয়েন্ট ঘরে তোলে তামিলনাড়ু।
2/4রাজ বাওয়া: যুব বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার রাজ বাওয়ার এবার রঞ্জি অভিষেক হয় কটকে হায়দরাবাদের বিরুদ্ধে এলিট বি-গ্রুপের ম্যাচে। চণ্ডীগড়ের হয়ে রাজ প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৫ রান করেন। পরে বল হাতে প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৭ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি। রাজের চণ্ডীগড় শেষমেশ ম্যাচ হেরে বসে।
3/4নিশান্ত সিন্ধু: দিল্লিতে এলিট এফ-গ্রুপের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে হরিয়ানার হয়ে রঞ্জি অভিষেক হয় যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আরও এক সদস্য নিশান্ত সিন্ধুর। এক ইনিংসে ব্যাট করতে নামার সুযোগ হয় তাঁর। নিশান্ত অপরাজিত থাকেন ৯৩ রানে। পরে বল হাতে ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। হরিয়ানা প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট ঘরে তোলে।
4/4অভিষেক পোড়েল: যুব বিশ্বকাপের মাঝে ভারতীয় শিবিরে করোনা হানা দিলে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান বাংলার অভিষেক পোড়েল। যদিও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। তবে যশ ধুল, রাজ বাওয়াদের সঙ্গে একই দিনে রঞ্জি অভিষেক হয় অভিষেক পোড়েলের। কটকে এলিট বি-গ্রুপের ম্যাচে বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১ রান করেন অভিষেক। পরে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন। দলকে জয় এনে দিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাংলার উইকেটকিপার। দুই ইনিংস মিলিয়ে ৪টি ক্যাচও নেন তিনি। বাংলা ম্যাচ জিতে ৬ পয়েন্ট ঘরে তোলে।