সদ্য যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। রাজ্যদল ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে ব্যস্ত রয়েছেন বলে এখনও কেকেআরের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া হয়নি অনুকূল রায়ের। কেকেআরের জার্সিতে এখনও মাঠে নামার সুযোগ না হলেও নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি হাঁকালেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি।
নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জির প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসে ১২১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অনুকূল। ৬৫.৪ ওভারে লেমতারকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের রানে পৌঁছে যান তিনি। সেঞ্চুরি করতে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন অনুকূল।
শেষমেশ ১৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১৬৪ বলে ১৫৩ রান করে আউট হন অনুকূল। ফার্স্ট ক্লাস কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় শতরান এবং ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত এটিই অনুকূলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। উল্লেখ্য, চতুর্থ দিনের শেষে ঝাড়খণ্ড তারকা ব্যক্তিগত ৯ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচের প্রথম ইনিংসেও অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন অনুকূল। প্রথম দফায় তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৫৯ রান করে আউট হন। প্রথম ইনিংসে অনুকূল ৭ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামেন ৪ নম্বরে। বলাবাহুল্য আইপিএলের আগে রঞ্জির মঞ্চ থেকে বাড়তি আত্মবিশ্বাস সংগ্রহ করে নিলেন কেকেআর তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।