বাংলা নিউজ > ময়দান > ফিকে হল বিরাটের শতরান, বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে স্পটলাইট কাড়লেন যুব বিশ্বকাপ খেলা তারকা

ফিকে হল বিরাটের শতরান, বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে স্পটলাইট কাড়লেন যুব বিশ্বকাপ খেলা তারকা

দ্বি-শতরান কুশাগ্রর। ছবি- সিএবি।

দ্বিশতরানের পরেও ব্যাট হাতে লড়াই জারি রাখেন নবাগত উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইডেনে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে অনবদ্য সেঞ্চুরি করেন বিরাট সিং। তাঁর পাশাপাশি আগ্রাসী শতরান করে নজর কেড়েছিলেন কুমার কুশাগ্র। তবে ১৭ বছরের কিশোর দ্বিতীয় দিনে নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করে স্পটলাইট কেড়ে নেন। যেরকম ধ্বংসাত্মক মেজাজে দ্বিশতরান করেন ঝাড়খণ্ডের নবাগত উইকেটকিপার-ব্যাটসম্যান, তাতে ফিকে হয়ে যায় বিরাটের কৃতিত্ব।

১৭ বছরের কুমার কুশাগ্রর রঞ্জি অভিষেক হয় এবছর। গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে অভিষেক রঞ্জি ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৬ ও ২ রান করেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে পরের ম্যাচের প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেন কুমার। নাগাল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের তৃতীয় ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন তিনি। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রে চলে আসেন কুশাগ্র।

প্রথম দিনের শেষে ১১১ বলে ১১২ রান করে অপরাজিত ছিলেন কুমার। দ্বিতীয় দিনের ঝড়ের গতিতে রান তুলে ২০০ রানের গণ্ডি টপকে যান তিনি। ২৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন ঝাড়খণ্ডের কিশোর। যদিও ডাবল সেঞ্চুরির পরেও ব্যাট হাতে লড়াই জারি রাখেন তিনি। শেষমেশ ৩৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬৯ বলে ২৬৬ রান করে আউট হন কুমার।

উল্লেখ্য, কুশাগ্র ২০২০ যুব বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। জাপানের বিরুদ্ধে বিশ্বকাপের একটি ম্যাচে ওপেন করতে নামেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকায় চার দলের যুব ওয়ান ডে টুর্নামেন্টেও ভারতের হয়ে মাঠে নামেন কুমার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.